শহীদ মিনারে জড়ো হচ্ছেন সারা দেশ থেকে আসা শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৯: ৫৫
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১০: ১৫
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে ‘মার্চ ফর ইউনিটি’তে যোগ দিতে ভোর থেকেই শহীদ মিনারে আসতে শুরু করেছেন সারা দেশের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার ভোর থেকেই শুরু হয় মঞ্চ তৈরির কাজ। কর্মসূচিতে অংশ নিতে সোমবার রাতেই ঢাকায় রওনা দেন বিভিন্ন জেলার শিক্ষার্থীরা।

সকাল ৭টায় শহীদ মিনারের সামনে অবস্থান নেন পঞ্চগড়, নাটোর ও সিরাজগঞ্জের শিক্ষার্থীরা। সেখানে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সারা দেশের মানুষ এক হওয়ার শপথ নেবে।

সোমবার রাত পৌনে ২টায় রাজধানীর বাংলামোটরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে বলা হয়, মঙ্গলবার বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি পালন করা হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত