শিক্ষকের প্রতি সম্মান আমাদের সামাজিক ও নৈতিক কালচার: মির্জা গালিব

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩: ১১
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩: ২০

শিক্ষকের প্রতি সম্মান আমাদের সামাজিক ও নৈতিক কালচার বলে মন্তব্য করেছেন হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. মির্জা গালিব।

সোমবার রাতে ফেসবুক পোস্টে তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন

ড. মির্জা গালিব লেখেন, ‘একটা ভিডিওতে দেখলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের জিএস প্রার্থী বলছেন, তিনি দাড়ি ধরে টানাটানি করেননি, কিন্তু পাঞ্জাবি ধরে টানাটানি করেছেন! এজ ইফ ঐটা ওকে। কিন্তু ওইটাও ওকে না।

আর অ্যাপোলজি জানানোর সময় বডি ল্যাঙ্গুয়েজ এবং ভাষা আরও অ্যাপোলোজেটিক হওয়া উচিত।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনেক দোষ আছে, দলবাজি শিক্ষকরাও করেন অনেক নগ্ন ভাবেই। কিন্তু ছাত্রদের জায়গা থেকে শিক্ষকদের সাথে আচরণের ক্ষেত্রে একটা রেড লাইন আছে — যেটা কারোই অতিক্রম করা উচিত না।

এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কেউ কেউ শিক্ষকদের সাথে অশোভন আচরণ করেছেন। সকল ছাত্র সংগঠনের এই ব্যাপারে সতর্ক থাকা উচিত। শিক্ষকের প্রতি সম্মান আমাদের সামাজিক এবং নৈতিক কালচার।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত