আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশবাসীর কাছে দেয়া চেয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার এক বার্তায় তিনি এ দোয়া প্রার্থনা করেন।

বিজ্ঞাপন

খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের ধারাবাহিক পর্যবেক্ষণে রয়েছেন। শুক্রবার দিনগত রাত ২টা ৮ মিনিটে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে দায়িত্বশীলতা বজায় রেখে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য সবার কাছে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া অব্যাহত রাখুন।

গত রোববার (২৩ নভেম্বর) খালেদা জিয়ার অনেক শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

লন্ডন থেকে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। খালেদা জিয়ার অসুস্থতার খবরে হাসপাতালে ছুটে যান দলের শীর্ষ পর্যায়ের নেতারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন