তিন দিনে লিবিয়া থেকে ফিরলেন ২৮১ বাংলাদেশি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১৭: ২৩

অবৈধ পথে লিবিয়ায় গিয়ে আটকেপড়া ২৮১ বাংলাদেশি দেশে ফিরেছেন। এর একটি বড় অংশ ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে যাওয়ার আশায় লিবিয়া গেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার বুরাক এয়ারের (ইউজেড ০২২২) বিশেষ ফ্লাইটে লিবিয়ার রাজধানী ত্রিপোলির ডিটেনশন সেন্টার থেকে ১২৩ বাংলাদেশি ঢাকা পৌঁছান। এর আগে গত মঙ্গলবার তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আরও ১৫৮ বাংলাদেশিকে দেশে আনা হয়।

জানা যায়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

বিজ্ঞাপন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। পাশাপাশি আইওএম-এর পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে টাকা, কিছু খাদ্য সামগ্রী, প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।

তথ্যে মতে, তাদের অনেকেই মানবপাচারকারীদের ফাঁদে পড়ে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়া যান। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাদের বেশিরভাগই বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।

এসময় অভিবাসীদের উদ্দেশ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, দেশে ফেরত আসার পর এই ভয়ংকর পথ পাড়ি দিয়ে আর যেন কেউ লিবিয়ায় না যায় এ বিষয়ে সবাইকে সচেতন করতে হবে। কারো প্ররোচণায় পড়ে যেন কখনও কেউ এই পথে অগ্রসর না হয়।

এসময় তারা আরও জানান, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপলিস্থ বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একসঙ্গে কাজ করে যাচ্ছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত