‘জুলাই শহিদদের সনদ প্রদানে কাজ করছে সরকার’

স্টাফ রিপোর্টার, টঙ্গী
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১৯: ০৪
শারমিন এস মুরশিদ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, নাফিসাদের আত্মত্যাগ যেন বৃথা না যায় এ বিষয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। জুলাই শহীদদের স্বীকৃতিস্বরূপ সনদ প্রদানের বিষয়ে সরকার কাজ করছে।

শুক্রবার বিকেলে আকস্মিক সফরের অংশ হিসেবে টঙ্গীর এরশাদনগরে জুলাই যুদ্ধে শহীদ নাফিসা হোসেন মারওয়া এবং সানজিদ হোসেন মৃধার বাসা ও কবরস্থান জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

শারমিন এস মুরশিদ আরো বলেন, বর্তমানে সবারই দাবি জুলাই যোদ্ধাদের সনদ। জুলাই যুদ্ধে শহীদদের সংখ্যা সহজে নিরূপণ করা সম্ভব হলেও জুলাই যোদ্ধাদের সংখ্যা নিরূপণ করা কঠিন। জুলাই যোদ্ধাদের সংখ্যা কিন্তু বিপুল। এই বিপুল সংখ্যক জুলাই যোদ্ধার সনদ নিয়ে যদি এগোতে হয় তাহলে অনেক ভুল মানুষ এতে ঢুকে যেতে পারে। আমিও চাই জুলাই সনদটা যেন দ্রুত তাদেরকে দিতে পারি।

এসময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শামীমা ফেরদৌস।

আরো উপস্থিত ছিলেন শহীদ নাফিসা হোসেন মারওয়ার বাবা আবুল হোসেন, শহীদ সানজিদের বাবা কবির হোসেন মৃধা প্রমুখ।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪ সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাফিসা হোসেন মারওয়া ও একই দিন উত্তরা বিএনএস সেন্টারের সামনে পুলিশের গুলিতে শহীদ হন সানজিদ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত