পুনর্বাসন মেলার আয়োজন করছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এর জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কাছ থেকে ইওআই আহ্বান করেছে ফাউন্ডেশনটি। আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হবে এই মেলা, চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। বিআইসিসিতে অনুষ্ঠিত হবে মেলা ও প্রদর্শনী।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন (জেএসএসএফ) জুলাই আন্দোলনের আহত ও শহীদ পরিবারের কল্যাণ, পুনর্বাসন এবং আর্থ-সামাজিক ক্ষমতায়নের জন্য কাজ করে আসছে।
ফাউন্ডেশনের চলমান উদ্যোগের অংশ হিসেবে, আহত ও শহীদ পরিবারগুলোকে কর্মসংস্থানের সুযোগ, সিএসআর সহায়তা, প্রশিক্ষণ সুবিধা এবং ব্যাংক, কর্পোরেট,
এনজিও, সরকারি সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় পরিষেবার সাথে সংযুক্ত করার জন্য একটি বৃহৎ, বহুমুখী দক্ষতা, পরিষেবা এবং
সুযোগ প্রদর্শনী আয়োজন করা হবে। এই প্রদর্শনীটি বাণিজ্য মেলার মতো একটি পূর্ণাঙ্গ মেলা হিসেবে ডিজাইন করা হবে, যেখানে সব ধরণের প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে, তাদের সেবা প্রদর্শন করতে এবং জাতীয় পুনর্বাসন প্রচেষ্টায় অবদান রাখতে পারবে।
মেলায় অংশগ্রহণের জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৪ নভেম্বর ২০২৫। আবেদন করতে পারবেন ইমেইলে info@jssfb.com

