মাহাবুব আরা গিনির কারাগারে মৃত্যুর খবরটি বিভ্রান্তিকর

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১৯: ৫০

সামাজিক যোগাযোগ মাধ্যমের ‘গাইবান্ধা জেলা’ নামক একটি ফেসবুক পেজে গত ৩ সেপ্টেম্বর কারাগারে আটক গাইবান্ধা -২ আসনের সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা গিনির কারাগারে মৃত্যু বরণ করেছেন।

এ সংক্রান্ত একটি মিথ্যা সংবাদ ও তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তিকর ও নেতিবাচক তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

শনিবার কারা অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদটি কোনভাবেই সত্য নয়, তিনি বর্তমানে গাইবান্ধা কারাগারে আটক আছেন এবং সুস্থ আছেন।

তিনি ৩টি ফৌজদারি মামলায় গাইবান্ধা আদালতে নিয়মিত হাজিরা দিচ্ছেন।

কারা কর্তৃপক্ষ, এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে। কারাগারের যে কোন তথ্যের জন্য হট লাইন নম্বরে (১৬১৯১) যোগাযোগ করার জন্য কারা কর্তৃপক্ষ সবার প্রতি অনুরোধ জানিয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত