সংবাদ সম্মেলনে বদিউল আলম মজুমদার
আমার দেশ অনলাইন
নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, ক্ষমতার চিরস্থায়ী করার জন্যই হাসিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ করেন। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটের পর কয়েকটি বিধানকে বাতিল করা নিয়ে সংবাদ সম্মেলন করেন বদিউল আলম মজুমদার। এসময় আরও উপস্থিত ছিলেন তাদের আইনজীবী শরীফ ভুঁইয়া।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বিষয়ে বদিউল আলম মজুমদার বলেন, এই বিষয় নিয়ে সংসদে তেমন কোন আলাপ হয় নাই। একতরফা ভাবে পাশ হয়েছে। পাশ হওয়ার পরে এ নিয়ে তেমন কথাবার্তাও হয়নি।
এ সময় নিজের কাজের বিষয় তুলে ধরে তিনি বলেন, এই অধমই প্রথম এই বইটিতে (নিজের লেখা বই দেখিয়ে) তুলে ধরেছি। সেটার গ্রহণযোগ্যতা ছিল না। এমনকি আইনগত বৈধতাও ছিল না। ২০১৩ সালের ২৮ অক্টোবর আমি একটা লেখা লিখেছিলাম এটা কার সংবিধান। সেখানে আমি বলেছি, এখানে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি। শুধু এ লেখাই নয় আমি বহু লেখা লিখেছি। অনেক সংবাদ পত্রে লিখেছি, টেলিভিশনে দিয়েছি।
বদিউল আলম মজুমদার বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ফিরিয়ে আনার যে আকাঙ্ক্ষা ছিল, সেটা থেকেই আমরা রিটটা করেছি। পঞ্চদশ সংশোধনী অবৈধ, এই যুক্তিতে রিট করেছি। এই আইনজীবীরা অত্যন্ত সুচারুভাবে এই কাজটা করেছেন। যার ফলে আদালত পঞ্চদশ সংশোধনীকে অসাংবিধানিক বলেছে। এবং তারা এই কাজটা করেছেন সম্পূর্ণ স্বেচ্ছা শ্রমের ভিক্তিতে। বিনা টাকায়।
আসলে সবশেষ অবস্থাটা কি জানতে চাইলে তিনি বলেন, আমরা এবারে আপিল করবো। সংক্ষেপে বলতে পারি রায়টার ব্যাপারে আমরা সন্তুষ্ট, তবুও আমরা আপিল।
নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, ক্ষমতার চিরস্থায়ী করার জন্যই হাসিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ করেন। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটের পর কয়েকটি বিধানকে বাতিল করা নিয়ে সংবাদ সম্মেলন করেন বদিউল আলম মজুমদার। এসময় আরও উপস্থিত ছিলেন তাদের আইনজীবী শরীফ ভুঁইয়া।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বিষয়ে বদিউল আলম মজুমদার বলেন, এই বিষয় নিয়ে সংসদে তেমন কোন আলাপ হয় নাই। একতরফা ভাবে পাশ হয়েছে। পাশ হওয়ার পরে এ নিয়ে তেমন কথাবার্তাও হয়নি।
এ সময় নিজের কাজের বিষয় তুলে ধরে তিনি বলেন, এই অধমই প্রথম এই বইটিতে (নিজের লেখা বই দেখিয়ে) তুলে ধরেছি। সেটার গ্রহণযোগ্যতা ছিল না। এমনকি আইনগত বৈধতাও ছিল না। ২০১৩ সালের ২৮ অক্টোবর আমি একটা লেখা লিখেছিলাম এটা কার সংবিধান। সেখানে আমি বলেছি, এখানে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি। শুধু এ লেখাই নয় আমি বহু লেখা লিখেছি। অনেক সংবাদ পত্রে লিখেছি, টেলিভিশনে দিয়েছি।
বদিউল আলম মজুমদার বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ফিরিয়ে আনার যে আকাঙ্ক্ষা ছিল, সেটা থেকেই আমরা রিটটা করেছি। পঞ্চদশ সংশোধনী অবৈধ, এই যুক্তিতে রিট করেছি। এই আইনজীবীরা অত্যন্ত সুচারুভাবে এই কাজটা করেছেন। যার ফলে আদালত পঞ্চদশ সংশোধনীকে অসাংবিধানিক বলেছে। এবং তারা এই কাজটা করেছেন সম্পূর্ণ স্বেচ্ছা শ্রমের ভিক্তিতে। বিনা টাকায়।
আসলে সবশেষ অবস্থাটা কি জানতে চাইলে তিনি বলেন, আমরা এবারে আপিল করবো। সংক্ষেপে বলতে পারি রায়টার ব্যাপারে আমরা সন্তুষ্ট, তবুও আমরা আপিল।
ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় ভূরুঙ্গামারী, থানচি ও মেহেরপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন তিনটি ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে। এই তিন ব্যাটালিয়নসহ বিজিবির জন্য মোট ২ হাজার ২৫৮টি নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-১ শাখা থেকে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
২৬ মিনিট আগেপরে অন্য সিনিয়র রিপোর্টারদের সঙ্গে কুশল বিনিময় করেন এ্যানি। এ সময় আমার দেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার বাছির জামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগেসেন্টমার্টিন দ্বীপে নৌযান চলাচলের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। বুধবার মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগেতিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদানের সময় ও এসেম্বলিতে তামাকের ক্ষতিকারক দিকগুলো তুলে ধরতে হবে। এছাড়া শিক্ষকদের প্রশিক্ষণের সময়েও এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে হবে। এ সময় উপদেষ্টা তামাকমুক্ত বিদ্যালয় ক্যাম্পাস গড়ে তুলতে যথাযথ পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
২ ঘণ্টা আগে