জাতিসংঘে ড. ইউনূস

আমাদের মেয়েরা সবখানেই বাধা অতিক্রম করে সফল হচ্ছে

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২২: ৫৯

বাংলাদেশে নারীর ক্ষমতায়ন নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার রাত ৯টা ২৩ মিনিটে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের বাংলায় ভাষণে ড. ইউনূস বলেন, আমাদের শীর্ষ অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম হলো নারীর ক্ষমতায়ন। বহু প্রতিকূলতা সত্ত্বেও আজ আমাদের মেয়েরা শ্রেণিকক্ষ থেকে বোর্ডরুম, গবেষণাগার থেকে ক্রীড়াঙ্গন—সবখানেই বাধা অতিক্রম করে সফল হচ্ছে। নারীর নিরাপত্তা, মর্যাদা এবং সমান সুযোগ সুনিশ্চিত করার জন্য আমার সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত