আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সারা দেশে মোবাইলের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আতিকুর রহমান নগরী

সারা দেশে মোবাইলের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ
ছবি: আমার দেশ

সারা দেশে মোবাইল ফোনের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়েছে।

আগামী ১৬ ডিসেম্বর চালু হতে যাওয়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কার, সিন্ডিকেট প্রথা বিলোপ ও মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করাসহ কয়েকটি দাবি আদায়ে এ কর্মসূচি পালন করছেন তারা।

বিজ্ঞাপন

দাবি আদায় করতে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয় ঘেরাও করেন মোবাইল ব্যবসায়ীরা।

বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির (এমবিসিবি) সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস গণমাধ্যমকে জানান, দাবির প্রতি সমর্থন জানাতে রোববার সকাল থেকেই সারাদেশে দোকান বন্ধ রেখে রাজধানীর বিটিআরসি কার্যালয়ের সামনে জড়ো হন সাধারণ ব্যবসায়ীরা।

সিন্ডিকেট প্রথা বাতিলের পাশাপাশি ব্যবসায়ীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—এনইআইআর সংস্কার এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা।

তাদের অভিযোগ, এনইআইআর বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। নতুন এই নিয়মের কারণে একটি নির্দিষ্ট গোষ্ঠী লাভবান হবে এবং বাড়তি করের ফলে গ্রাহক পর্যায়ে মোবাইলের দামও বেড়ে যাবে।

এর আগে গত রোববার সারা দেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রাখেন ব্যবসায়ীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন