সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সেইসঙ্গে, সরকারের পক্ষ থেকে বুধবার যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সেটিরও প্রজ্ঞাপন জারি হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার দুপুরে জারি করা এই প্রজ্ঞাপনে ৩১ ডিসেম্বর বুধবার থেকে দোসরা জানুয়ারি শুক্রবার পর্যন্ত তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

উক্ত তিনদিন বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিতসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এছাড়া নির্বাহী আদেশে ঘোষণা করা ছুটির প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, ৩১শে ডিসেম্বর সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে জরুরি সেবা ও হাসপাতাল এই ছুটির আওতার বাইরে থাকবে।
সেইসঙ্গে, ব্যাংকের কার্যক্রমের বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

