আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজাকার ন্যারেটিভ তৈরি করেছিল ভারত ও হাসিনা: মাহমুদুর রহমান

স্টাফ রিপোর্টার
রাজাকার ন্যারেটিভ তৈরি করেছিল ভারত ও হাসিনা: মাহমুদুর রহমান

আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, আওয়ামী লীগ জঙ্গি ন্যারেটিভ তৈরি করেছিল, একাত্তর যুদ্ধাপরাধ ইস্যু নিয়ে এসেছিল। রাজাকার বয়ান দিয়ে মুসলমান জনগোষ্ঠীকে হীনমন্যতায় রাখা হয়েছিল। ভারতের বিরুদ্ধে কিছু বললেই ফ্যাসিস্ট সরকার, রাজাকার স্লোগান দিত। বাংলাদেশে রাজাকার ন্যারেটিভ তৈরি করেছিল ভারত ও হাসিনা।

বৃহস্পতিবার বিকেলে উত্তরা ইউনিভার্সিটিতে ‘বই, বিপ্লব ও ভবিষ্যৎ: জুলাই ২০২৪-এর দৃষ্টিকোণ’ শীর্ষক আলোচনা সভায় আমার দেশ সম্পাদক এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মাহমুদুর রহমান বলেন, ২০০৮ সালের পর ১৭ বছর ধরে যুবক ছেলেরা ভোট দিতে পারে নাই। ৩৫ বছরের নিচের ছেলেরা ভোট দিতে পারে নাই। ভারত তাদের স্বার্থের কারণে এই কাজ করেছিল।

তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে আমরা ভারত থেকে সহযোগিতা নিয়েছিলাম; এটা একটা কর্মাশিয়াল ট্রানজিকশান ছিল। আমরা ভারতের কাছে ঋণী থাকার দরকার নেই- এই বয়ান ভেঙে দিয়েছে জুলাই বিপ্লব।

আমার দেশ সম্পাদক বলেন, সেজন্য এখন পলিটিক্যাল ফিলোসোফি নিয়ে অনেক লেখালেখি হওয়া দরকার। গান, কবিতা আর লেখালেখি মাধ্যমে স্মৃতি বাঁচিয়ে রাখতে হবে।  ক্যালচারাল যে যুদ্ধ ভারতের বিরুদ্ধে হচ্ছে, তাহলে তা আমরা মোকাবিলা করতে পারবো।

তিনি বলেন, বাংলাদেশের জুলাই বিপ্লবে আবু সাইদের আত্মত্যাগ সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। সে পুলিশের বন্দুকের সামনে যেভাবে দুই হাত তুলে বুক পেতে দিয়েছে; সেই দৃশ্য সাহস জুগিয়েছে। মানুষের মধ্যে ভয় এবং সাহস সংক্রামক। আবু সাইদের সাহস সেসময় চারিদিকে সংক্রামক হয়ে ছড়িয়ে গেছে। এসব ঘটনা নিয়ে ইতিহাস রচনা হওয়া উচিত, সিনেমা, গল্প, উপন্যাস হওয়া উচিত। 

কোনো শাসক ফ্যাসিবাদী আচরণ করলে আবারও নায়ক প্রয়োজন উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, জুলাই বিপ্লব আমাদের অনেকগুলো নায়ক দিয়ে গিয়েছে। একটি জাতির পরিবর্তনের জন্য অনেক নায়ক প্রয়োজন। আবারও যদি কোনো শাসক আমাদের গাড়ে চেপে বসে তাহলে এদের আত্মত্যাগ আবার কাজ করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন