আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি সংসদীয় আসনে ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) বরাতে তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ইসি জানায়, এবার নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন ৩ হাজার ৪০৬ জন প্রার্থী, যার বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেন ২ হাজার ৫৬৮ জন প্রার্থী।
ইসির দেওয়া তথ্য অনুযায়ী, ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলের মধ্যে রংপুর অঞ্চলের ৩৩টি আসনের বিপরীতে ২৭৯টি জমা পড়ে। বৈধ হয়েছে ২১৯টি এবং বাতিল হয়েছে ৫৯টি। রাজশাহী অঞ্চলের ৩৯টি আসনের বিপরীতে ২৬০টি জমা পড়ে। বৈধ হয়েছে ১৮৫টি এবং মনোনয়নপত্র বাতিল হয়েছে ৭৪ জনের। খুলনা অঞ্চলের ৩৬টি আসনের বিপরীতে ২৭৫ জন মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে ১৯৬জন বৈধ এবং ৭৯জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
বরিশাল অঞ্চলের ২১টি আসনের বিপরীতে ১৬২জন মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে বৈধ প্রার্থী ১৩১জন এবং বাতিল হয়েছে ৩১জনের। ময়মনসিংহ অঞ্চলের ৩৮টি আসনের বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেন ৩১১ জন। আর প্রার্থীতা বৈধ হয়েছে ১৯৯ জনের। তবে বাতিল হয়েছে ১২২ জনের। ঢাকা অঞ্চলের ৪১টি আসনের বিপরীতে ৪৪২ জন মনোণয়নপত্র জমা দেন। কিন্তু এদের মধ্যে ৩০৯জনের মনোনয়নপত্র বৈধ করে ঘোষিত হয়। আর ১৩৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ফরিদপুর অঞ্চলের ১৫টি আসনের বিপরীতে ১৪২ জন মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে ৯৬ জনের প্রার্থীতা বৈধ হয়। আর ৪৬ জনের বাতিল ঘোষণা করা হয়।
সিলেট অঞ্চলের ১৯টি আসনের বিপরীতে ১৪৬জন মনোণয়নপত্র জমা দেন। ১১০জনের মনোনয়নপত্র বৈধ এবং ৩৬জনের বাতিল ঘোষণা করা হয়। কমিল্লা অঞ্চলের ২৫টি আসনের বিপরীতে ৩৫৭জন মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে ২৫৯ জনের বৈধ এবং ৯৭ জনের বাতিল বলে ঘোষণা করা হয়। আর চট্টগ্রাম অঞ্চলের ২৩টি আসনের বিপরীতে ১৯৪জন মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে ১৩৮ জনের মনোণয়নপত্র বৈধ এবং ৫৬ জনের বাতিল ঘোষনা করা হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু বরণ করায় জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনের তাঁর মনোনয়নপত্র যাচাই-বাছাই ছাড়াই কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে আজ রোববার বিকাল ৫ টায়। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

