আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৬০ রাউন্ড গুলি ও বিদেশি পিস্তলসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

৬০ রাউন্ড গুলি ও বিদেশি পিস্তলসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার

​রাজধানীতে অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ তিন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এই গ্রেপ্তারের তথ্য জানানো হয়।​গ্রেপ্তারকৃতরা হলো মো. জাহাঙ্গীর আলম টিটু (৩৬), মো. আব্দুর রাজ্জাক শানু (৩৮) এবং মো. মামুন (৩৭)।

বিজ্ঞাপন

​গোয়েন্দা রমনা বিভাগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার ডিবির অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের একটি চৌকস দল গোপন তথ্যের ভিত্তিতে কদমতলী থানাধীন নতুন শ্যামপুর রেললাইনের পশ্চিম পাশে একটি টিনশেড বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ষাট রাউন্ড গুলি, ৮০০ পিস ইয়াবা এবং সাড়ে আট কেজি গাজা উদ্ধার করা হয়।

​ডিবি জানায়, গ্রেপ্তারকৃতরা এলাকার চিহ্নিত দুর্ধর্ষ সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, মাদক স্পট নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে তারা এসব অস্ত্র ও গুলি নিজেদের দখলে রেখেছিল।

​গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় কদমতলী থানায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন