আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে সরকারের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাদের একটি নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে মোতায়েন করেছে। মিশনটি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে।
মঙ্গলবার বিকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের পলিটিক্যাল এনালিস্ট মারসেল নেগি এবং ইলেকশন এনালিস্ট ভাসিল ভাসচেনকার সাক্ষাৎ হয়।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের গণভোট বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়কের দপ্তরের সিনিয়র সহকারী সচিব মীর আলিফ রেজার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় ২০০ জন পর্যবেক্ষক ১১ জনের বিশ্লেষক দল নিয়ে সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনটি গত ২৯ ডিসেম্বর ঢাকায় পৌঁছায়। আগামী ১৭ জানুয়ারি সারা দেশে ৫৬ জন পর্যবেক্ষক মোতায়েন করা হবে, যারা নির্ধারিত এলাকায় নির্বাচনি প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন এবং মূল দলের কাছে রিপোর্ট করবেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভোটগ্রহণ, গণনা এবং ফলাফল তালিকাভুক্তকরণ পর্যবেক্ষণের জন্য ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মিশনে যোগদান করবেন। এছাড়া, ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক সম্প্রদায় এবং অংশীদার দেশগুলো থেকে আরো কয়েকজন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক এই মিশনে যোগদান করবেন।
ইউরোপীয় ইউনিয়নের সুনির্দিষ্ট পর্যবেক্ষণ পদ্ধতি অনুসরণ করে এই মিশনটি সম্পূর্ণ নির্বাচনি প্রক্রিয়ার তথ্যনির্ভর, সামগ্রিক এবং নিরপেক্ষ বিশ্লেষণ তুলে ধরবে। আগামী ১৪ ফেব্রুয়ারি মিশনটি প্রাথমিক প্রতিবেদন তাদের ওয়েবসাইট এবং সামাজিকমাধ্যমে প্রচার করা হবে। নির্বাচনি প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার পর, মিশনটি সংশ্লিষ্ট অংশীজনদের কাছে একটি বিস্তারিত চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে। এই প্রতিবেদনে ভবিষ্যৎ নির্বাচনি ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশসমূহ অন্তর্ভুক্ত থাকবে এবং এটি মিশনের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

