শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০১: ০২

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

রাত ১২টা ১ মিনিটে প্রথমে প্রেসিডেন্ট ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তাঁর পরই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর উপদেষ্টারা শ্রদ্ধা জানান।

বিজ্ঞাপন

পর্যায়ক্রমে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনাররা শ্রদ্ধা জানান। ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধান, অ্যাটর্নি জেনারেল, পুলিশ প্রধান, ডিএমপি কমিশনার সাজ্জাত আলী, আনসার মহাপরিচালক, বিজিবি মহাপরিচালক, র‌্যাব ডিজি, এনএসআই ডিজি, জেলা প্রশাসক ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি, প্রো-ভিসি, ঢাবি সিনেট ও সিন্ডিকেটের সদস্যরা, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধি দল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বিএসএমএমইউ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি। জুলাই অভ্যুত্থানে আহতের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

প্রথম প্রহরে শহীদ মিনারে একে একে আরও শ্রদ্ধা নিবেদন করেন আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নেতৃত্বে প্রতিনিধি দল।

এরপর ক্রমান্বয়ে জাতীয় প্রেসক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব), ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

দিবসের প্রথম প্রহরে নিরাপত্তা জোরদার

দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনারসহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান নেয় পুলিশ, র‌্যাব, বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। টহল দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা।

নিশ্ছিদ্র নিরাপত্তার অংশ হিসেবে টিএসসি থেকে শহীদ মিনার ও দোয়েল চত্বরগামী সড়কসহ আশপাশের সড়কগুলোতে সব ধরনের চলাচল বন্ধ করে দেয়া হয়।

শহীদ মিনারসহ আশেপাশের এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। রাস্তার মোড়ে মোড়ে লোহার ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ।

বিষয়:

মাতৃভাষা
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত