মাতৃভাষাকে পৃথিবীর বুকে ছড়িয়ে দিতে কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউট (আভাই)। বিশ্বের ৭৪টি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা পড়ানো হয়। এসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অনেকগুলোর পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে ঢাবির বানানো বাংলা ভাষার বই ও সফটওয়্যার।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মাতৃভাষা আন্দোলনের ৭৩ বছরে ‘মেক ল্যাঙ্গুয়েজ কাউন্ট ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ প্রতিপাদ্য নিয়ে এবার পালিত হচ্ছে দিবসটি। এদিন মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখতে ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করবে জাতি।