আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রনের জন্য মনোয়ন সংগ্রহ ও জমা দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা। রোববার দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে জমা দেন তারা।
তাদের মধ্যে, ঢাকা-১০ আসনের বিএনপি মনেনীত প্রার্থী হিসেবে মনোয়ন জমা দিয়েছেন শেখ রবিউল আলম রবি জমা দিয়েছেন। পাশাপাশি জামায়াতে ইসলামি মনোনীত ডা. এসএম খালেদুজ্জামান ঢাকা ১৭ আসনের জন্য মনোনয়নপত্র ও ঢাকা ১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি, কমিউনিস্ট পার্টি মনোনীত ঢাকা ৮ আসনের প্রার্থী ত্রিদিপ কুমার সাহাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় তাদের সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জমা শেষে সাংবাদিকদের শেখ রবিউল আলম রবি বলেন, এবারের নির্বাচন উৎসবমুখর হবে। এজন্য প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের স্বাগতম জানাই। নির্বাচনের শঙ্কা নিয়ে তিনি বলেন, কিছু রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে। তবে বিএনপি জনগনকে সুন্দর একটি নির্বাচন উপহার দিতে চায়।
বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত ডা. এসএম খালেদুজ্জামান বলেন, আমরা ইনসাফের দেশ গড়তে চাই। কেউ যদি করে হুন্ডা আর গুন্ডা দিয়ে ভোটকেন্দ্র দখল ও রাতের আধারে ভোট দিয়ে দিবে; তাহলে এটা তাদের দুঃস্বপ্ন। এসব করতে চাইলে এখনকার জেন-জিরা শক্তহাতে প্রতিহত করবে।
ঢাকা ১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি বলেন, প্রত্যাশা ন্যায় বিচার ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষেই নির্বাচনে অংশগ্রহন করেছি। শুধু মাত্র রাজনৈতিক করার জন্য যারা গুম আর নির্যাতনের শিকার হয়েছে তা যেন আর না হয় সেজন্য মানবিক ও ন্যায় বিচার তৈরি করাই আমাদের লক্ষ্য।

কমিউনিস্ট পার্টি মনোনীত ঢাকা ৮ আসনের প্রার্থী ত্রিদিপ কুমার সাহা বলেন, এতদিন গণতান্ত্রিক পরিবেশ অনুপস্থিত ছিলো। দেশে যেন গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয় সেটার পাশাপাশি আমরা জনগনের ভোটের এবং ভাতের অধিকার নিশ্চিতের লক্ষে কাজ করতে চাই।
এদিকে, ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও ঢাকা ১৬ এর বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম জমা দিতে আসছেন।
এর আগে, ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

