টিআইবি’র বিবৃতি

স্টাফ রিপোর্টার

লন্ডনভিত্তিক ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকায় বাংলাদেশের দুর্নীতির ধারণা সূচক নিয়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। মঙ্গলবার এক বিবৃতিতে দুর্নীতিবিরোধী সংস্থাটি এ দাবি করে।
টিআইবি জানায়, ১৯৯৫ সাল থেকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে আসছে। বাংলাদেশ ২০০১ সালে প্রথম এ সূচকের অন্তর্ভুক্ত হয় এবং সেবারই তালিকায় এর অবস্থান ছিল সর্বনিম্ন। তখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।
সংস্থাটি জানায়, ২০০৫ সাল পর্যন্ত টানা পাঁচ বছর সূচকের অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের সর্বনিম্ন অবস্থান অপরিবর্তিত ছিল। তখন ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার। তাই বিএনপির শাসনামলের টানা পাঁচ বছর দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান সর্বনিম্নে ছিল বলে ফিন্যান্সিয়াল টাইমস প্রকাশিত তথ্য সঠিক নয়।
বিবৃতিতে আরও বলা হয়, টিআই প্রকাশিত দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থানসংক্রান্ত উল্লিখিত তথ্য-উপাত্ত সবাইকে পুনরায় অবগত করার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে ভুল বোঝাবুঝির ঝুঁকি এড়িয়ে চলার অনুরোধ করছে টিআইবি। এরই মধ্যে টিআইবি ফিন্যান্সিয়াল টাইমসের সংশ্লিষ্ট প্রতিবেদকদের তাদের ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশের ব্যাপারে সরাসরি অবহিত করাসহ সংশোধনীর অনুরোধ করেছে।
টিআইবি আরও জানায়, দুর্নীতির ধারণা সূচক নির্ণয়ে টিআইবি কোনো ভূমিকা পালন করে না। এমনকি টিআইবির গবেষণা থেকে প্রাপ্ত কোনো তথ্য বা বিশ্লেষণ এতে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। পৃথিবীর অন্য দেশের টিআই চ্যাপ্টারের মতো টিআইবিও এটি দেশীয় পর্যায়ে প্রকাশ করে মাত্র।

লন্ডনভিত্তিক ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকায় বাংলাদেশের দুর্নীতির ধারণা সূচক নিয়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। মঙ্গলবার এক বিবৃতিতে দুর্নীতিবিরোধী সংস্থাটি এ দাবি করে।
টিআইবি জানায়, ১৯৯৫ সাল থেকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে আসছে। বাংলাদেশ ২০০১ সালে প্রথম এ সূচকের অন্তর্ভুক্ত হয় এবং সেবারই তালিকায় এর অবস্থান ছিল সর্বনিম্ন। তখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।
সংস্থাটি জানায়, ২০০৫ সাল পর্যন্ত টানা পাঁচ বছর সূচকের অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের সর্বনিম্ন অবস্থান অপরিবর্তিত ছিল। তখন ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার। তাই বিএনপির শাসনামলের টানা পাঁচ বছর দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান সর্বনিম্নে ছিল বলে ফিন্যান্সিয়াল টাইমস প্রকাশিত তথ্য সঠিক নয়।
বিবৃতিতে আরও বলা হয়, টিআই প্রকাশিত দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থানসংক্রান্ত উল্লিখিত তথ্য-উপাত্ত সবাইকে পুনরায় অবগত করার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে ভুল বোঝাবুঝির ঝুঁকি এড়িয়ে চলার অনুরোধ করছে টিআইবি। এরই মধ্যে টিআইবি ফিন্যান্সিয়াল টাইমসের সংশ্লিষ্ট প্রতিবেদকদের তাদের ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশের ব্যাপারে সরাসরি অবহিত করাসহ সংশোধনীর অনুরোধ করেছে।
টিআইবি আরও জানায়, দুর্নীতির ধারণা সূচক নির্ণয়ে টিআইবি কোনো ভূমিকা পালন করে না। এমনকি টিআইবির গবেষণা থেকে প্রাপ্ত কোনো তথ্য বা বিশ্লেষণ এতে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। পৃথিবীর অন্য দেশের টিআই চ্যাপ্টারের মতো টিআইবিও এটি দেশীয় পর্যায়ে প্রকাশ করে মাত্র।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
১৭ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের আধুনিক লালদিয়া কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য ডেনমার্ক ভিত্তিক মায়ের্সক গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস বি.ভির সঙ্গে ৩০ বছরের কনসেশন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
১৮ মিনিট আগে
শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার সব শ্রমিকের জন্য উপযুক্ত কাজ, সমতা এবং সুরক্ষা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।
২৫ মিনিট আগে
সাফ কবলা দলিলমূলে ফ্ল্যাট বা জমি বিক্রয়, হস্তান্তর বা নামজারির অনুমোদনকালে বিক্রেতা ও ক্রেতাদের হয়রানি ও দুর্ভোগ দূর করার পদক্ষেপ নিয়েছে সরকার। এক্ষেত্রে ফ্ল্যাট-জমি হস্তান্তরে ফি নিতে পারবে না ডেভেলপার কোম্পানি।
১ ঘণ্টা আগে