জাতিসংঘ জানিয়েছে, নানা সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতার মধ্যেও গাজা উপত্যকায় প্রতিদিন মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। তবে সাম্প্রতিক ঝড়ে উপত্যকার বিভিন্ন এলাকায় প্রায় ৪ হাজার আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর আনাদোলুর।
মঙ্গলবার জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ)-এর বরাতে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মুখপাত্র ফারহান হক বলেন, প্রতিদিনের প্রতিবন্ধকতার কারণে মানবিক কার্যক্রমের গতি ও পরিসর ব্যাহত হলেও জাতিসংঘ ও তার সহযোগী সংস্থাগুলো প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রেখেছে।
তিনি জানান, গত সপ্তাহে আঘাত হানা ঝড়ে গাজা উপত্যকার অন্তত ৮০টি বাস্তুচ্যুতি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কমপক্ষে ৪ হাজার পরিবারের আশ্রয়কেন্দ্র আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে ৬৬০টির বেশি পরিবারকে খাদ্যসামগ্রী, তাঁবু ও ত্রিপল সরবরাহ করা হয়েছে।
ফারহান হক বলেন, গাজায় টেকসই আশ্রয়ব্যবস্থার তীব্র প্রয়োজন দেখা দিয়েছে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত, ধ্বংসস্তূপ অপসারণ করে নতুন বসবাসযোগ্য স্থান তৈরি এবং পানি ও স্যানিটেশন ব্যবস্থার পুনরুদ্ধার জরুরি।
এদিকে তিনি জানান, ইসরাইলি সামরিক বাহিনী বানি সুহেইলা ও পূর্ব খান ইউনিস এলাকায় লিফলেট ছড়িয়ে বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। ওসিএইচএ’র তথ্য অনুযায়ী, ওই সব এলাকায় এখনো ৪০০টির বেশি পরিবার অবস্থান করছে।
জাতিসংঘ আবারও জোর দিয়ে বলেছে, সব পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মানুষকে নিরাপদে সরে যাওয়ার সুযোগ দিতে হবে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার অধিকারও তাদের থাকতে হবে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

