প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যমুনায় ৭ দলের নেতারা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ১৯
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ২৯

দেশের বিদ্যমান পরিস্থিতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলতে আরো ৭টি দল ও সংগঠনের নেতাদের নিয়ে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেলে এই বৈঠকে যোগ দিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন সংশ্লিষ্ট দল ও সংগঠনের নেতারা।

বিকেল পাঁচটা ১০ মিনিটের পরে বৈঠক শুরু হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এর মধ্যে রয়েছে - এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশ।

এর আগে রোববার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত