রাজধানীর হাতিরঝিল থেকে দুই ছিনতাইকারী আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ।
শুক্রবার দুপুর ১টা ৪০মিনিটে তাদের আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর দেড়টায় রামপুরা ওয়াটার টেক্সি স্টেশন এলাকায় ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় সাধারণ মানুষ দুই ছিনতাইকারীকে আটক করে।
পরবর্তীতে ঘটনাস্থলে হাতিরঝিল থানার সাব-ইন্সপেক্টর দীন বন্ধুর নেতৃত্বে একটি পুলিশের টিম উপস্থিত হলে তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, পুরো হাতিরঝিল এলাকা ছিনতাইয়ের অভয়ারণ্যে পরিণত হয়েছে। একটি মহলের ছত্রছায়ায় এ এলাকায় ছিনতাই ও মাদক ব্যাবসা করে যাচ্ছে একটি অসাধু চক্র।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

