আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আমার দেশ পাঠকমেলা আয়োজিত

‘সৃজনশীল প্রতিযোগিতা বৃত্তান্ত’-২০২৫

আমার দেশ অনলাইন

‘সৃজনশীল প্রতিযোগিতা বৃত্তান্ত’-২০২৫

সৃজনশীল লেখনি মানুষের চিন্তার পরিচায়ক। একজন মানুষের জ্ঞানের গভীরতাও ফুটে ওঠে তার লেখায়। কিশোর-তরুণদের মধ্যে লুকিয়ে থাকা এই অসাধারণ গুণটি বের করে আনতে কাজ করছে আমার দেশ পাঠক মেলা। আমার দেশ পাঠকমেলা একটি পাঠ ও চিন্তাভিত্তিক সংগঠন— যার লক্ষ্য তরুণ প্রজন্মকে পাঠচর্চা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করা। সেই লক্ষ্যকে সামনে রেখে আমার দেশ পাঠকমেলার কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ আয়োজন করেছে, ‘সৃজনশীল প্রতিযোগিতা বৃত্তান্ত-২০২৫’।

পাঠকমেলা প্রতিপাদ্য

বিজ্ঞাপন

পাঠকমেলার কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ কর্তৃক আয়োজিত এই সৃজনশীল প্রতিযোগিতা হচ্ছে- একটি বৌদ্ধিক ও সাংস্কৃতিক আন্দোলনের অংশ হিসেবে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধী পাঠ, চিন্তা ও নির্মাণ।

প্রতিযোগিতার বিষয়

  • ৭৪’র দুর্ভিক্ষের প্রেক্ষপাট ও তৎকালীন সরকারের ভূমিকা

লেখা পাঠানোর ফরমেট

অংশগ্রহণকারীরা তিন ফরমেটে তাদের লেখা পাঠাতে পারবে।

  • প্রবন্ধ
  • ছোটগল্প
  • কবিতা

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে যারা

ক. ৮ম শ্রেণি হতে অনার্স পর্যন্ত এবং আলিয়া ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

খ. ১০ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত লেখা পাঠানো যাবে।

গ. লেখা অবশ্যই মৌলিক হতে হবে।

ঘ. প্রবন্ধের ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যসূত্র উল্লেখ করতে হবে।

ঙ. কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা যাবে না।

লেখা পাঠানোর ঠিকানা ও পদ্ধতি

ক) adpathokmela@gmail.com ইমেইলে লেখাটির ডক(ওয়ার্ড) ও পিডিএফ ফাইল পাঠাতে হবে।

খ) সংযুক্ত ফাইলের নিচে লেখকের নাম, প্রতিষ্ঠানের নাম, মোবাইল নম্বর, ও ইমেইল যুক্ত করতে হবে।

লেখা পাঠানোর ঠিকানা:

লেখা পাঠানোর শেষ সময়: ৩০ নভেম্বর, ২০২৫ (রাত: ১১.৫৯ মিনিট)

বিজয়ী নির্ধারণের প্রক্রিয়া:

⁃ লেখার সাহিত্য মান, তথ্য বিশ্লেষণ, উপস্থাপনা শৈলি ও লেখার সার্বিক মূল্যায়ন পূর্বক সম্মানিত বিচারক পর্ষদ চূড়ান্ত বিজয়ী নির্বাচন করবেন।

⁃ বিজয়ী নির্বাচনে বিচারকদের রায় চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

প্রতিযোগিতার পুরস্কার:

১ম: ৫ হাজার টাকা/সমমূল্যের বই

২য়: ৩ হাজার টাকা/সমমূল্যের বই

৩য়: ২ হাজার টাকা/সমমূল্যের বই

৪র্থ থেকে ১০ম: ১ হাজার টাকা/সমমূল্যের বই

বিশেষ দ্রষ্টব্য: প্রত্যেক ক্যাটাগরিতে ১০ জন করে সর্বমোট ৩০ জনকে পুরস্কার প্রদান করা হবে।

বৃত্তান্তের নির্বাচিত লেখাগুলো নিয়ে প্রকাশিত হবে পাঠকমেলার একটি বিশেষ সংখ্যা। বিশেষ প্রয়োজনে যোগাযোগ: 01710-257549

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...