আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জুলাই গণঅভ্যুত্থান

শহীদ ১১৪ জনের লাশ উত্তোলন, পরিচয় শনাক্ত ৮

আমার দেশ অনলাইন

শহীদ ১১৪ জনের লাশ উত্তোলন, পরিচয় শনাক্ত ৮

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ অজ্ঞাত ১১৪ জনের লাশ উত্তোলন করা হয়েছে। তাদের মধ্যে আটজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। সোমবার সকালে সিআইডি থেকে এ তথ্য জানা গেছে।

নিহতরা হলেন--শহীদ ফয়সাল সরকার, শহীদ পারভেজ বেপারী, শহীদ রফিকুল ইসলাম (৫২), শহীদ মাহিম, শহীদ সোহেল রানা, শহীদ আসানুল্লাহ, কাবিল হোসেন, রফিকুল ইসলাম (২৯)।

বিজ্ঞাপন

এর আগে গত ৪ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিশি আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ উত্তোলনের নির্দেশ দেন। পুলিশের পক্ষ থেকে আদালতে আবেদনটি করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মাহিদুল ইসলাম। এরপর ৭ ডিসেম্বর থেকে লাশ উত্তোলনের কাজ শুরু হয়।

গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত ১১৪ জন শহীদকে অজ্ঞাত পরিচয়ে মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়েছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...