গণভোটের মাধ্যমে জুলাই সনদ অনুমোদন ও নতুন সংবিধানে যুক্ত করার দাবি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০১: ২৬

জুলাই সনদ গণভোটের মাধ্যমে পাশ করিয়ে তা নতুন সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে বলে জানিয়েছে মঞ্চ-২৪ নামে একটি সংগঠন। মঙ্গলবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মঞ্চ-২৪ এর জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান বক্তারা।

কর্ণেল হাসিনুর রহমান বলেন, আমরা সবাই দেশের নাগরিক। তাই দেশকে স্থিতিশীল রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাহাড়ে চলমান অস্থিরতা দ্রুত সময়ের মধ্যে বন্ধ করতে হবে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা যাবে না।

বিজ্ঞাপন

ব্রিগেডিয়ার জেনারেল জিয়া বলেন, আমরা রাজনীতি করি না, কিন্তু আমাদের সন্তানদের জন্য নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। জুলাইয়ে যারা লড়াই করেছে, তাদের স্বীকৃতি দেওয়া এখন সময়ের দাবি। তাই দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ প্রদান অপরিহার্য।

ডিউক হুদা বলেন, আওয়ামী দোসর চুপ্পুকে অপসারণ করতে হবে। পাশাপাশি ৭২ এর সংবিধান ছুড়ে ফেলে জুলাই সনদের আলোকে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। ভারতীয় আধিপত্যমুক্ত সংবিধান ছাড়া মুক্তি সম্ভব নয়।

মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, আমরা আজ লক্ষ্য করছি ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় পাহাড়ে যেসব দেশবিরোধী কর্মকাণ্ড চলছে, তা রাষ্ট্রীয়ভাবে বন্ধ করতে হবে। পাহাড়ে স্থায়ী সেনা ক্যাম্প স্থাপন করে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য।

এছাড়া তিনি সাকিব আল হাসান ও শাউনের রাজনৈতিক অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা প্রকাশ্যভাবে জুলাই নীতির বিরুদ্ধে কাজ করছে। তাই তাদের সম্পদ বাজেয়াপ্ত করে স্বচ্ছ তদন্ত ও রাজনৈতিক জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

বক্তারা সর্বসম্মতভাবে ঘোষণা দেন—জুলাই সনদ বাস্তবায়নই দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা ও জনগণের ভবিষ্যৎ নিশ্চিতে একমাত্র পথ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত