আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভাইয়ের কবর জিয়ারত করতে ঢাবিতে শহীদ হাদির বোন

স্টাফ রিপোর্টার

ভাইয়ের কবর জিয়ারত করতে ঢাবিতে শহীদ হাদির বোন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছেছেন শহীদ হাদির বোন। ঢাবির কেন্দ্রীয় মসজিদের গেট দিয়ে তিনি প্রবেশ করেন। ভাইয়ের কবর জিয়ারতের উদ্দেশ্য তিনি এসেছে।

শনিবার বিকাল তিনটা চল্লিশ মিনিটে এসে পোঁছান তিনি।

বিজ্ঞাপন

ভাইয়ের কবর জিয়ারত করতে আসেন তিনি। কয়েকজন নিকটাত্মীয়ের সাথে ঢাবির কেন্দ্রীয় মসজিদের গেট দিয়ে প্রবেশ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্সে থাকা জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদিকে।

আজ শনিবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে দাফনের আগে হাদিকে শেষবারের মতো বিদায় জানানো হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন সেখানে উপস্থিত সবাই।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করা হয় রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে প্রাথমিক একটি অস্ত্রোপচারের পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান জুলাইয়ের এই মহান বিপ্লবী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন