বিশেষ প্রতিনিধি
ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন,অনেক প্রকল্প বাস্তবায়নে এবং অবকাঠামো উন্নয়নের কারণে বাংলাদেশে কৃষিজমি কমছে, যা খাদ্যনিরাপত্তার জন্য একটি বড় হুমকি। জাতীয় স্থানিক পরিকল্পনা বাস্তবায়ন করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা উচিত।
বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সভাপতিত্বে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫০তম সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, রাষ্ট্রের অনেক প্রকল্পের জন্য কৃষিজমি ব্যবহার হচ্ছে। এর ফলে কৃষিজমি কমছে। আবার রাস্তা ঘাট টার্মিনালসহ বিভিন্ন রাষ্ট্রীয় উন্নয়ন কাজে কৃষি জমি প্রয়োজন হচ্ছে। অন্যকাজে কৃষিজমির ব্যবহার যতসম্ভব কমাতে হবে।
উপদেষ্টা বলেন, সকল প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশের অনুশাসন অবশ্যই মেনে চলতে হবে। প্রকল্প বাস্তবায়নের আগে অবশ্যই পরিবেশ ছাড়পত্র নিতে হবে, কারণ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী, কোনো শিল্প প্রতিষ্ঠান স্থাপন বা প্রকল্প গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশ ছাড়পত্র গ্রহণ করা বাধ্যতামূলক। এই ছাড়পত্র পেতে হলে প্রকল্প শুরুর আগে পরিবেশগত প্রভাব নিরূপণ সমীক্ষা (EIA) অনুমোদন নিতে হবে এবং সকল পরিবেশগত মান পূরণ করতে হবে।
সভায় বলা হয়, দিনাজপুর জেলার "Power Grid Network Strengthening Project" শীর্ষক প্রকল্পের আওতায় নির্মাণাধীন "বড়পুকুরিয়া (উত্তর) ২৩০ কোভি সুইচিং উপকেন্দ্রটি উচ্চ ভোল্টেজে উন্নীতকরণের লক্ষ্যে ০৮/২০২৩-২৪ নং এলএ কেসভুক্ত দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলাধীন দর্গাপাড়া মৌজার ২৩.০০ (তেইশ দশমিক শূন্য শূন্য) একর ভূমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন পরবর্তী সভায় সিদ্ধান্ত গ্রহণের আলোচনা হয়। প্রকল্পে প্রশাসনিক অনুমোদনকৃত ভূমির পরিমাণ ৩৪১.৮ একর।
'পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প' বাস্তবায়নের জন্য মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলাধীন ০৬টি এবং শ্রীনগর উপজেলাধীন ০১টি মোট ০৭টি মৌজায় ১১৬.৩৩০৫ (একশত ষোল দশমিক তিন তিন শূন্য পাচ্য) একর ভূমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন করে কমিটি।
‘ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্প: সাপোর্ট টু ঢাকা (কাঁচপুর) সিলেট তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয় পার্শ্বে পৃথক সার্ভিস লেন নির্মাণ” শীর্ষক প্রকল্পের এলএ মামলা নম্বর-০৫/২০২১-২২ মূলে সিলেট জেলার ওসমানীনগর উপজেলাধীন আতাউল্যা,দয়ামীর,খয়েরপুর উত্তর ও রাইকদাড়া মৌজার সর্বমোট ১০.৬৭৯৯ (দশ দশমিক হয় স্যাত নয় নয়) একর ভূমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন করে কমিটি। প্রকল্পে কিছু ধর্মীয় প্রতিষ্ঠানের যায়গা রয়েছে। জেলা প্রশাসক সিলেট স্থানীয় জনগণের সাথে কথা বলেছেন তাদের সম্মতির কথা জানান।
"কুমারগাঁও-বাদ্যাঘ্যাট-এয়ারপোর্ট সড়ককে জাতীয় মহাসড়ক চার-লেনে উন্নীতকরণ (এক্সেললোডসহ)” শীর্ষক প্রকল্পের এলএ মামলা নম্বর ০৫/২০২০-২০২৪ স্কুলে সিলেট জেলার সদর উপজেলাধীন বড়শালা মৌজার ২২.০৬২ (বাইশ দশমিক শূন্য হয় দুই) একর ভূমি চূড়ান্ত অনুমোদন করে কমিটি। প্রকল্পে টিলা কথা বলা হলেও ওখানে টিলা নেই ,তবে জমির শ্রেণী টিলা জানান সিলেট জেলা প্রশাসক।
ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন,অনেক প্রকল্প বাস্তবায়নে এবং অবকাঠামো উন্নয়নের কারণে বাংলাদেশে কৃষিজমি কমছে, যা খাদ্যনিরাপত্তার জন্য একটি বড় হুমকি। জাতীয় স্থানিক পরিকল্পনা বাস্তবায়ন করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা উচিত।
বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সভাপতিত্বে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫০তম সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, রাষ্ট্রের অনেক প্রকল্পের জন্য কৃষিজমি ব্যবহার হচ্ছে। এর ফলে কৃষিজমি কমছে। আবার রাস্তা ঘাট টার্মিনালসহ বিভিন্ন রাষ্ট্রীয় উন্নয়ন কাজে কৃষি জমি প্রয়োজন হচ্ছে। অন্যকাজে কৃষিজমির ব্যবহার যতসম্ভব কমাতে হবে।
উপদেষ্টা বলেন, সকল প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশের অনুশাসন অবশ্যই মেনে চলতে হবে। প্রকল্প বাস্তবায়নের আগে অবশ্যই পরিবেশ ছাড়পত্র নিতে হবে, কারণ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী, কোনো শিল্প প্রতিষ্ঠান স্থাপন বা প্রকল্প গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশ ছাড়পত্র গ্রহণ করা বাধ্যতামূলক। এই ছাড়পত্র পেতে হলে প্রকল্প শুরুর আগে পরিবেশগত প্রভাব নিরূপণ সমীক্ষা (EIA) অনুমোদন নিতে হবে এবং সকল পরিবেশগত মান পূরণ করতে হবে।
সভায় বলা হয়, দিনাজপুর জেলার "Power Grid Network Strengthening Project" শীর্ষক প্রকল্পের আওতায় নির্মাণাধীন "বড়পুকুরিয়া (উত্তর) ২৩০ কোভি সুইচিং উপকেন্দ্রটি উচ্চ ভোল্টেজে উন্নীতকরণের লক্ষ্যে ০৮/২০২৩-২৪ নং এলএ কেসভুক্ত দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলাধীন দর্গাপাড়া মৌজার ২৩.০০ (তেইশ দশমিক শূন্য শূন্য) একর ভূমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন পরবর্তী সভায় সিদ্ধান্ত গ্রহণের আলোচনা হয়। প্রকল্পে প্রশাসনিক অনুমোদনকৃত ভূমির পরিমাণ ৩৪১.৮ একর।
'পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প' বাস্তবায়নের জন্য মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলাধীন ০৬টি এবং শ্রীনগর উপজেলাধীন ০১টি মোট ০৭টি মৌজায় ১১৬.৩৩০৫ (একশত ষোল দশমিক তিন তিন শূন্য পাচ্য) একর ভূমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন করে কমিটি।
‘ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্প: সাপোর্ট টু ঢাকা (কাঁচপুর) সিলেট তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয় পার্শ্বে পৃথক সার্ভিস লেন নির্মাণ” শীর্ষক প্রকল্পের এলএ মামলা নম্বর-০৫/২০২১-২২ মূলে সিলেট জেলার ওসমানীনগর উপজেলাধীন আতাউল্যা,দয়ামীর,খয়েরপুর উত্তর ও রাইকদাড়া মৌজার সর্বমোট ১০.৬৭৯৯ (দশ দশমিক হয় স্যাত নয় নয়) একর ভূমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন করে কমিটি। প্রকল্পে কিছু ধর্মীয় প্রতিষ্ঠানের যায়গা রয়েছে। জেলা প্রশাসক সিলেট স্থানীয় জনগণের সাথে কথা বলেছেন তাদের সম্মতির কথা জানান।
"কুমারগাঁও-বাদ্যাঘ্যাট-এয়ারপোর্ট সড়ককে জাতীয় মহাসড়ক চার-লেনে উন্নীতকরণ (এক্সেললোডসহ)” শীর্ষক প্রকল্পের এলএ মামলা নম্বর ০৫/২০২০-২০২৪ স্কুলে সিলেট জেলার সদর উপজেলাধীন বড়শালা মৌজার ২২.০৬২ (বাইশ দশমিক শূন্য হয় দুই) একর ভূমি চূড়ান্ত অনুমোদন করে কমিটি। প্রকল্পে টিলা কথা বলা হলেও ওখানে টিলা নেই ,তবে জমির শ্রেণী টিলা জানান সিলেট জেলা প্রশাসক।
সেন্টমার্টিন দ্বীপে নৌযান চলাচলের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। বুধবার মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগেতিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদানের সময় ও এসেম্বলিতে তামাকের ক্ষতিকারক দিকগুলো তুলে ধরতে হবে। এছাড়া শিক্ষকদের প্রশিক্ষণের সময়েও এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে হবে। এ সময় উপদেষ্টা তামাকমুক্ত বিদ্যালয় ক্যাম্পাস গড়ে তুলতে যথাযথ পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
১ ঘণ্টা আগেআগামী শুক্র ও শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে। এ জন্য ঢাকা কাস্টমস হাউসের সব শুল্ক দলের অফিস খোলা থাকবে। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এসংক্রান্ত একটি আদেশ জারি করেছে।
২ ঘণ্টা আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট চেয়ে জটিলতা তৈরি করছে বিএনপি। নভেম্বরে গণভোট হলে নির্বাচনের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় থাকবে। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগে