আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শোকবার্তায় খালেদা জিয়া সম্পর্কে যা লিখল ভারত

আমার দেশ অনলাইন

শোকবার্তায় খালেদা জিয়া সম্পর্কে যা লিখল ভারত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, ‘আপসহীন নেত্রী’ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে ভারত সরকারের পক্ষ থেকে এই শোকবার্তা হস্তান্তর করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর।

শোকবার্তায় বেগম খালেদা জিয়াকে ‘সাহস ও সংগ্রামের প্রতীক’ হিসেবে অভিহিত করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবিচল অঙ্গীকারের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বিজ্ঞাপন

এর আগে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর বেলা ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকা পৌঁছান। বাংলাদেশ বিমানবাহিনীর বাশার ঘাঁটিতে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তঃসরকারি সংস্থাসমূহ ও কনস্যুলার বিষয়ক) এম ফরহাদ হোসেন। বিমানবন্দরে ঢাকার ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মাও উপস্থিত ছিলেন।

এদিকে, বিকেলে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জয়শঙ্কর লেখেন, ‘আমাদের অংশীদারত্বের উন্নয়নে বেগম খালেদা জিয়ার আদর্শ ও মূল্যবোধ পথ দেখাবে বলে আশা করছি।’ ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক শোকবার্তা তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে জয়শঙ্কর আরো লেখেন, ‘ঢাকায় পৌঁছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত চিঠি তার কাছে হস্তান্তর করেছি।’

তিনি আরো জানান, ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

বৈঠক শেষে বিএনপি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানায়, প্রতিবেশী দেশ ভারত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে। তাঁকে ‘গণতন্ত্রের জননী’ এবং ‘সাহস ও সংগ্রামের প্রতীক’ হিসেবে অভিহিত করা হয়েছে— যিনি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন