আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এনআইডি পেতে ৫০ হাজার প্রবাসীর আবেদন

স্টাফ রিপোর্টার

এনআইডি পেতে ৫০ হাজার প্রবাসীর আবেদন

প্রায় ৫০ হাজার প্রবাসী জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আবেদন করেছে নির্বাচন কমিশনে। বিশ্বের নয়টি দেশ থেকে এই আবেদন পেয়েছে ইসি। আবেদনকারী নাগরিকদের মধ্যে ভোটার হয়েছেন প্রায় সাড়ে ১৭ হাজার।

মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

বিজ্ঞাপন

তিনি বলেন, নতুন করে পাঁচটি দেশে ভোটার নিবন্ধনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছি। ইকুয়েপমেন্ট রেডি করতে হবে, সেটার জন্য কাজ চলছে।

হুমায়ুন কবীর আরো বলেন, সবগুলো দূতাবাসে ভোটার আইডির কাজ চালানোর সম্মতিও পেয়েছি। জাপানের পাবলিক আইপি পেতে একটু সময় লাগবে। আমি আশাবাদী, এ মাসের মধ্যে হবে। নতুন পাঁচটি দেশ হলো- ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্দান, আমেরিকা ও মালদ্বীপ।

এনআইডি মহাপরিচালক বলেন, বর্তমানে নয়টি দেশে কার্যক্রম চলমান আছে। এ পর্যন্ত ৪৮ হাজার ৮০ জনের আবেদন পাওয়া গেছে। ২৯ হাজার ৬৪৬ জনের বায়োমেট্রিক ও আরো ১৭ হাজার ৩৬৭ জনকে ভোটার করে নেয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন