ডিবি হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১৮: ৪১

সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ডিএমপির যুগ্ম-কমিশনার সঞ্জিত কুমার রায়সহ ১৮ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বরখাস্তের আদেশ জারি করা হয়। দীর্ঘদিন এই পুলিশ কর্মকর্তারা পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

বরখাস্ত বাকি ১৫ কর্মকর্তা হলেন-ডিএমপির সাবেক যুগ্ম-কমিশনার রিফাত রহমান শামীম, ডিআইজি মুহা. আশরাফুজ্জামান, ডিএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম, সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হাসান আরাফাত, ঢাকা জেলার সাবেক এসপি মো. আসাদুজ্জামান, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম, র‌্যাবের সাবেক সিও, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন, অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী, অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান, সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, মির্জা সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাশেদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার মো. আবু মারূফ হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই আঠারো জন কর্মকর্তা-কে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০ "পলায়ন" এর শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী উল্লিখিত চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত