আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শামসুল আলমের নিয়োগ ঘিরে সরকারের নীরবতায় জুলাইযোদ্ধাদের ক্ষোভ

স্টাফ রিপোর্টার

শামসুল আলমের নিয়োগ ঘিরে সরকারের নীরবতায় জুলাইযোদ্ধাদের ক্ষোভ

নবম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. শামসুল আলমের পদায়নের বিষয়ে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হককে জুলাইযোদ্ধা ও ছাত্র প্রতিনিধিরা স্মারকলিপি দিয়েছেন। এ স্মারকলিপিতে তারা শামসুল আলমকে জ্যেষ্ঠতা ও ভূমিকার আলোকে সিনিয়র সচিব পদে পদায়নের দাবি জানান।

বুধবার সচিবালয়ে দেওয়া এ স্মারকলিপিতে বলা হয়, ৩৬ জুলাই ধারণাটি সৃষ্টি করেছিলেন সরকারি আমলা মো. শামসুল আলম। আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে ২০২৪ সালের ২ আগস্ট রাতে তীব্র মতবিরোধের মধ্য দিয়ে তিনি ৯ দফা থেকে এক দফায় আন্দোলনকে কেন্দ্রীভূত করার পক্ষে জোরালো ভূমিকা রাখেন। তার উচ্চারণ বক্তব্য- ‘হাসিনার পতন না হওয়া পর্যন্ত জুলাই শেষ হবে না’ আমাদের উদ্বুদ্ধ করে। এটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে এবং আন্দোলনের ঐক্যবদ্ধ স্লোগানে পরিণত হয়। প্রবাসে নির্বাসিত অবস্থায় থেকেও শামসুল আলম স্বৈরাচারী হাসিনার পতন ঘটাতে আন্দোলনে নিয়মিত কৌশলগত দিকনির্দেশনা দিয়েছেন।

বিজ্ঞাপন

জনপ্রশাসন সচিব স্মারকলিপি গ্রহণ করেন এবং এ বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ইতিবাচক পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর সভাপতি সালমান হোসেন, ছাত্র প্রতিনিধি হাসিবুল হাসান জিসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থী সিনথিয়া সেহরিন, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি কাজী আশরাফুর রহমান প্রমুখ।

জুলাইযোদ্ধারা বলেন, মো. শামসুল আলম বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন সিনিয়র কর্মকর্তা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের একান্ত সচিব ছিলেন তিনি। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে (২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত) দীর্ঘ সময় তিনি রাজনৈতিক কারণে পদোন্নতি ও গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে বঞ্চিত ছিলেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শামসুল আলমকে দেশে ফেরত এনে চাকরি পুনর্বহাল করেন এবং মন্ত্রিপরিষদ বা মুখ্য সচিব পর্যায়ের দায়িত্বে পদায়নের নীতিগত অনুমোদন দেন। সেই নির্দেশ বাস্তবায়নে কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা প্রজ্ঞাপন জারি না করে অনুমোদিত একাধিক নথি গায়েব করে দেন বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...