আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আলোচনা সভায় ড. মাহবুব উল্লাহ

সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই সংগ্রামের অবিসংবাদিত নেতা মওলানা ভাসানী

স্টাফ রিপোর্টার

সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই সংগ্রামের অবিসংবাদিত নেতা মওলানা ভাসানী

সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই সংগ্রামের অবিসংবাদিত নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

ড. মাহবুব উল্লাহ বলেন, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মওলানা আবদুল হামিদ খান ভাসানী আজীবন সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই সংগ্রামের অবিসংবাদিত নেতা ছিলেন। তিনি রাজনীতির ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের ক্ষমতা রাখতেন। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পক্ষে কথা বলেছেন। তিনি নেতাদের নেতা ছিলেন। নিজে কখনো রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেননি, কিন্তু ক্ষমতার নিয়ন্ত্রক ছিলেন। শেখ মুজিবুর রহমান, কাজী জাফর আহমেদ, মশিউর রহমান যাদু মিয়াসহ যাদেরকে নেতা বানিয়েছিলেন তাদের অনেকই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছেন। মওলানা ভাসানীর মৃত্যুর ৪৯ বছরেও মওলানা ভাসানীর কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় নাই।

এ সময় মওলানা ভাসানীর সম্পর্কে জ্ঞান অর্জন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনীতিবিদদের উচিত মওলানা ভাসানীর জীবন এবং দর্শনকে ভালোভাবে স্টাডি করা। যুবসমাজের মাঝে মওলানা ভাসানীর আদর্শ এবং চিন্তা চেতনাকে উপস্থাপন করা। মওলানা ভাসানী যুদ্ধকালীন সময় প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা ছিলেন। মওলানা ভাসানীর সভাপতিত্বে ৮ সেপ্টেম্বর ১৯৭১ সালে ভারতে উপদেষ্টা পরিষদের মিটিং হয়। সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী মওলানা ভাসানী বিভিন্ন রাষ্ট্র প্রধানের কাছে স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি চেয়ে পত্র লেখেন। ভাসানীকে ইন্ডিয়া সরকার গৃহবন্দি করে রেখেছিলেন। তিনি মুক্ত অবস্থায় থাকলে বাংলাদের রাজনীতির ইতিহাস অন্যরকম হতো।

ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এড. নজমুল হক নান্নু, মোয়াজ্জেম হোসেন আলাল, ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী, বাবুল বিশ্বাস, বিলকিস খন্দকার, মোহাম্মদ আরিফুল ইসলাম প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন