অস্ট্রেলিয়ান ওপেনে দুর্দান্ত ফর্মটা ধরে রেখে নোভাক জোকোভিচ ছিনিয়ে নিয়েছেন আরো একটি জয়। দ্বিতীয় রাউন্ডে হারিয়েছেন ইতালির ফ্রানচেস্কো মায়েস্ট্রেলিকে। সহজ জয়ে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের টিকিট কেটেছেন সার্বিয়ান এ সুপারস্টার। ম্যাচটি জিতেছেন ৬-৩, ৬-২ ও ৬-২ গেমে। গ্র্যান্ড স্ল্যাম এককে এ নিয়ে জোকোভিচ পেলেন ৩৯৯তম জয়ের দেখা। দারুণ জয়ে নতুন ইতিহাস লেখার দুয়ারে পৌঁছে গেছেন জোকোভিচ। টেনিস ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যামের এককে ৪০০তম জয়ের মাইলফলক থেকে হাত ছোঁয়া দূরে এখন জোকোভিচ। কীর্তিটা নিজের করে নিতে মাত্র এক জয় দূরে রয়েছেন এ মেগাস্টার। মেয়েদের এককে জিতেছেন ইগা সোয়াটেক আর নাওমি ওসাকাও।
বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের দ্বিতীয় রাউন্ডে জোকোভিচের সঙ্গী হয়েছেন জানিক সিনারও। ইতালিয়ান এ তারকা ৬-১, ৬-৪ ও ৬-২ গেমে হারিয়েছেন অস্ট্রেলিয়ার জেমস ডাকওয়ার্থকে। জয় পেয়েছেন ক্রোয়েশিয়ার মারিন চিলিচও। ৬-৪, ৬-৩ ও ৬-২ গেমে হারিয়েছেন কানাডার ডেনিস শাপোভালোভকে। মেলবোর্নের এ মেজর টেনিস আসরের তৃতীয় রাউন্ডে নিজের নাম লিখেছেন সুইজারল্যান্ডের স্তান ওয়ারিঙ্কাও। পাঁচ সেটের ছোটখাটো ম্যারাথন ম্যাচে সুইস তারকা ৪-৬, ৬-৩, ৩-৬, ৭-৫ ও ৭-৬ (১০-৩) গেমে ধরাশায়ী করেছেন ফরাসি খেলোয়াড় আর্থার গিয়াকে।
পোলিশ তারকা ইগা সোয়াটেক পেয়েছেন সরাসরি সেটের অনায়াস জয়। প্রতিপক্ষকে পাত্তা না দিয়ে ৬-২ ও ৬-৩ উড়িয়ে দিয়েছেন চেকপ্রজাতন্ত্রের মেরি বুজকোভাকে। তবে জয়ের জন্য একটু বাড়তি ঘাম ঝরাতে হয়েছে নাওমি ওসাকাকে। জয়ের হাসি হেসেছেন তিন সেটের লড়াই শেষে। রোমানিয়ান প্রতিপক্ষ সোরানা কিরস্তেয়াকে ধরাশায়ী করেছেন ৬-৩, ৪-৬ ও ৬-২ গেমে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

