ভারতীয় ১৮৩টি অবৈধ মোবাইলসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ২০: ২৯
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ২০: ৩০

ভারত থেকে অবৈধ পথে আনা বিভিন্ন মডেলের ১৮৩টি মোবাইল সেটসহ মোবাইল চোরাচালান চক্রের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার শাহআলী থানা এলাকায় থেকে তাদের গ্রেফতার করে ডিএমপির ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

বিজ্ঞাপন

গ্রেফতার খন্দকার তাওহিদ হাসান তুহিন ও মো. রাজনের পরিচয় জানা যায়নি।

ডিবি সূত্রে জানা যায়, রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালে বৃহস্পতিবার কতিপয় ব্যক্তি শাহআলী থানা এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা বিভিন্ন মডেলের মোবাইল সেট বিক্রয় করছে,’ -এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে এবং তুহিন ও রাজনকে গ্রেফতার করে ডিবি পুলিশের টিম। এ সময় তাদের হেফাজতে থাকা ভারত থেকে আনা বিভিন্ন ব্যান্ডের ১৮৩টি মোবাইল সেট ও একটি ক্যাশ মেমো জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির শাহআলী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, গ্রেফতাররা অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট চোরাচালানের মাধ্যমে দেশে এনে বিক্রয় করতো।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএস

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত