আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আজ হচ্ছে না অপারেশন, সিঙ্গাপুরের পথে হাদির আরেক ভাই

স্টাফ রিপোর্টার

আজ হচ্ছে না অপারেশন, সিঙ্গাপুরের পথে হাদির আরেক ভাই
ফাইল ছবি

মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অপারেশন আজই (বৃহস্পতিবার) হচ্ছে না। বৃহস্পতিবার দুপুরে ইনকিলাব মঞ্চ জানিয়েছিল, হাদির পরিবার সিঙ্গাপুরে তার অপারেশনের অনুমতি দিয়েছে। তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, হাদির মস্তিষ্ক থেকে বুলেটের অংশবিশেষ বের করার জটিল অপারেশনটি আজই হচ্ছে না। চিকিৎসকরা জানিয়েছেন, এত জটিল অপারেশন করার মতো শারীরিক অবস্থায় নেই হাদি।

এদিকে, হাদির পরিবার সূত্রে জানা গেছে, তার বড় ভাই আবু বকর সিদ্দিক আজ রাতের ফ্লাইটে সিঙ্গাপুরে রওনা হয়েছেন। এর আগে গত সোমবার হাদির সঙ্গে তার ভাই ওমর বিন হাদি ফারুক সিঙ্গাপুরে যান। সে সময় তার সঙ্গে হাদির এক বন্ধু আমিনুলও গিয়েছেন। এছাড়া বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল বুধবার সিঙ্গাপুর পৌঁছেছেন। তিনি সরাসরি হাদির চিকিৎসার দেখভাল করছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়েছে। হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার বিষয়ে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান নিয়মিতভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করছেন, খোঁজখবর জানাচ্ছেন।

হাদি এখনও খুবই ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন। আজ সকালে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হাদিকে দেখার সুযোগ পান তার বড়ভাই ওমর বিন হাদি। ফোনে তার সঙ্গে আমার দেশ-এর কথা হয়।

ওদিকে ঢাকায় হাদির চিকিৎসায় সংযুক্ত ছিলেন ঢাকা মেডিকেলের নিউরো সার্জন ডা. আব্দুল আহাদ। তিনি জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে একজন বাঙালি চিকিৎসক রয়েছেন। তার কাছ থেকেই তিনি হাদির শরীরিক অবস্থার আপডেট পাচ্ছেন। তিনি গতরাতে আমার দেশকে জানান, হাদির ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। এছাড়া তার ইনফেকশনও ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় গতরাতেই তার শাররিক অবস্থার অবনতি ঘটে এবং ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় রয়েছে হাদি।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুর ২ টা ২০ মিনিটে বিজয়নগর বক্সকালভার্ট রোডে নির্বাচনি প্রচার চালিয়ে সোহরাওয়ার্দি ‍উদ্যানে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ গুলি করে পালিয়ে যান। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, ওই রাতেই অর্থাৎ হাদিকে গুলি করার ১২ ঘণ্টার মধ্যেই ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতের প্রবেশ করেন তিনি। এ সময় তার সঙ্গে মোটরসাইকেল চালক আলমগীর শেখও তার সঙ্গে ছিলেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফয়সাল ও আলমগীর দুজনিই এখন মহারাষ্ট্রে অবস্থান করছেন। তারা এখন বাংলাদেশের সিমও ব্যবহার করছেন না। ভারতের সিম ব্যবহার করে মোবাইল ফোন চালাচ্ছেন তারা। তবে সেটাও সব সময় না। বেশিরভাগ সময় তাদের ফোন বন্ধই পাওয়া যাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর

খুঁজুন