আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শীত নিয়ে পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

স্টাফ রিপোর্টার

শীত নিয়ে পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
ছবি: সংগৃহীত

ক্যালেন্ডারের পাতায় এখনো শীতকাল দেখালেও ঢাকার বাতাসে শীতের আমেজ খুব একটা নেই। শীত যে আর ফিরবে সেরকম কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না আবহাওয়া বিভাগের পূর্বাভাসে।

আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী দুই-তিন দিনদিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

বিজ্ঞাপন

বরং আগামী পাঁচ দিনে তাপমাত্রা বাড়বে বলেই পূর্বাভাসে বলা হয়েছে।

কিছু জায়গায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সারাদেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

এছাড়া দেশের বিভিন্ন এলাকায় শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...