আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রতিরোধ ও বীরত্ব স্মরণে আজ পালিত হবে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’

স্টাফ রিপোর্টার
প্রতিরোধ ও বীরত্ব স্মরণে আজ পালিত হবে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’
যাত্রাবাড়ী থানা চত্বরে মাদ্রাসা ছাত্রদের বিজয়ের পতাকা উত্তোলন (ডামে), যাত্রাবাড়ীতে আন্দোলনকারীদের ওপর অ্যাকশনে বিজিবি

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার যে গণঅভ্যুত্থানের মুখে দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদের পতন ঘটে, তার অন্যতম স্টেকহোল্ডার ছিল দেশের মাদ্রাসাগুলো। রক্তঝরা জুলাইয়ে সারা দেশের বিভিন্ন স্থানে প্রতিরোধ গড়ে তুলেছিলেন মাদ্রাসা ছাত্ররা। তার সবচেয়ে বড় দুর্গ ছিল রাজধানীর যাত্রাবাড়ী। বলা চলে, যাত্রাবাড়ীর প্রতিরোধ ঠেকাতে না পারাতেই দ্রুত পতন ঘটে ফ্যাসিবাদের। যাত্রাবাড়ীর এই দুর্গ গড়ায় সবচেয়ে বেশি ভূমিকা ছিল মাদ্রাসা শিক্ষার্থীদের।

বিজ্ঞাপন

মাদ্রাসা শিক্ষার্থী ও আলেম সমাজের সাহসী ভূমিকা এবং আত্মত্যাগ এখনও অনুপ্রেরণার বাতিঘর হয়ে আছে। তাই তো এবার এই প্রতিরোধ ও বীরত্বগাথা স্মরণে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে পালিত হতে যাচ্ছে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে - ২০২৫’।

আজ সোমবার (২১ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ীর ইবনে সিনা হাসপাতাল সংলগ্ন রাজপথে এই আয়োজন করবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জানা গেছে, বিকাল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠানে থাকবে শহীদ পরিবারের স্মৃতিচারণ, আহতদের অভিজ্ঞতা, এবং ২০১৩, ২০২১ ও ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-আন্দোলনের প্রামাণ্য গল্প। কবিতা আবৃত্তি, হামদ, নাত ও নাশিদের পাশাপাশি পরিবেশিত হবে দ্রোহের গান। প্রদর্শিত হবে দুটি প্রামাণ্য তথ্যচিত্র— ‘ছত্রিশে জুলাই’ ও ‘সাদা জোব্বা, লাল রক্ত’।

আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ‘প্রতিরোধ ও পুনর্জাগরণের প্রতীকী উপস্থাপনা’—ড্রোন শো। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারসহ আরও কয়েকজন উপদেষ্টা, সচিব এবং শিল্প, সাহিত্য ও শিক্ষা অঙ্গনের বিশিষ্টজনেরা।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ উদ-দৌলা খান জানান, মাদ্রাসা শিক্ষার্থীদের বীরত্বপূর্ণ ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতির অংশ হিসেবেই এ আয়োজন করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন