বিগত তিনটি বিতর্কিত নির্বাচনে পর্যবেক্ষক সংস্থাগুলো যথাযথ দায়িত্ব পালন করেনি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
বুধবার (৮ জানুয়ারি) ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ইপিডির সহযোগিতায় সিটিজেন অবজারভেশন ফর ইনক্লুসিভ অ্যান্ড অ্যাকাউন্টিবিলিটি সংসদ ইলেকশন ২০২৬-এর উদ্যোগে আয়োজিত এনজিও ব্যুরোর সম্মেলনকক্ষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে পর্যেবক্ষণের জন্য ৩০০টি সংস্থা আবেদন করেছিল। নানা সীমাবদ্ধতার মধ্যে ৮১টিকে নিবন্ধন দেওয়া হয়েছে। বিগত তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করা সংস্থাগুলো যেভাবে দায়িত্ব পালন করেছিল, তা যথাযথ ছিল না।
নতুন নিবন্ধিত সংস্থাগুলোর উদ্দেশে তিনি বলেন, আতীতের সংস্থাগুলোর মতো আপনারা কাজ করবেন না। এমনকি নির্বাচনের মৌলিক বিষয়গুলোর ব্যত্যয় যাতে না ঘটে, সেদিকে খেয়াল রেখে দায়িত্ব পালন করবেন। কারণ আপনাদের পক্ষপাতমূলক প্রতিবেদনের কারণে কমিশন বিতর্কিত না হয়ে পড়ে। এর কারণে অতীতের সংস্থাগুলোর মতো আপনাদের না হারাতে হয়। এই নির্বাচনে আপনারা ফ্রি-ফেরার কাজ করতে পারবেন। ইসির পূর্ণ সমর্থন থাকবে।
অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন মো. হারুন উর রশীদ। তিনি বলেন, আমরা কোন দলের পক্ষে বায়াস্ট করে কোনো প্রতিবেদন দেব না। নির্বাচনের নিরপেক্ষ প্রতিবেদন দেওয়ার জন্য সচেষ্ট থাকব। যারাই দায়িত্ব পালন করবেন, এর জন্য একটা কোড অব কন্ডাক্ট তৈরি করেছি।
তিনি বলেন, আমরা নির্বাচনের সময় তিনটি পদ্ধতিতে তথ্য সংগ্রহের চেষ্টা করব। এগুলো দীর্ঘমেয়াদি, মধ্যম ও স্বল্পমেয়াদি।
আর ইপাডের প্রকল্প পরিচালক অ্যানেসটাসিয়া এস উবাইয়া বলেন, নির্বাচনে কে জয়ী ও বিজিত হয়েছে, সেটা আমরা বিবেচনা করি না। ভোটার ও জনগণের চাহিদার আলোকে আমরা পুরো নির্বাচনের সামগ্রিক কার্যক্রম তুলে ধরার জন্য আমরা পর্যেবক্ষণ করি।
বাংলাদেশে সুইজারল্যান্ড অ্যাম্বাসির চার্জ দি অ্যফেয়ার দিপক এলমার বলেন, স্বচ্ছ জবাবদিহিমূলক নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমরা একত্রে কাজ করব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

