দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের অন্তঃপ্রাণ সমর্থক মো. আতাউর রহমান আর নেই। গত বুধবার রাত আনুমানিক ১১টায় বার্ধক্যজনিত অসুস্থতায় নিজ বাসায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮০’এর বেশি। এক মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি। বৃহস্পতিবার বাদ জোহর টিকাটুলি জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছে মোহামেডান ক্লাবের কর্মকর্তারা। মরহুমের কফিনে মোহামেডানের পতাকা জড়িয়ে দেন তারা।
ক্রীড়াঙ্গণে ‘আতা ভাই’ নামেই পরিচিত ছিলেন তিনি। মোহামেডানের একনিষ্ঠ সমর্থক ছিলেন। ২২ বছর ধরে মোহামেডান লিগ শিরোপা জিততে না পারলেও এক মুহূর্তের জন্যও মোহামেডানকে ছেড়ে যাননি আতাউর রহমান। তার জীবন ছিল মোহামেডানময়। তার পকেটে থাকা চিরকুটে লেখা থাকত, ‘আমি মোহামেডানের সমর্থক।’
জাতীয় স্টেডিয়াম ও মিরপুর স্টেডিয়ামে সাদা-কালো পতাকা হাতে গলা ফাটিয়েছেন তিনি। বয়সের ভারে ন্যুজ হলেও আতাউর রহমান গ্যালারিতে থাকতেন প্রাণবন্ত। খেলার দিন থাকতেন স্টেডিয়ামের গ্যালারিতে। আর অন্য দিন থাকতেন ক্লাব প্রাঙ্গণে। জীবনের শেষ দিকে বয়সের ভারে নাজুক থাকলেও সব সময় মোহামেডানের খোঁজ-খবর রাখতেন আতাউর রহমান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মোহামেডানসহ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

