আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সোমালিল্যান্ডে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর সফর, সৌদি আরবের তীব্র নিন্দা

আমার দেশ অনলাইন

সোমালিল্যান্ডে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর সফর, সৌদি আরবের তীব্র নিন্দা

সৌদি আরব শুক্রবার সোমালিয়ার বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’র সাম্প্রতিক সফরের তীব্র নিন্দা জানিয়েছে।

বিজ্ঞাপন

২১টি দেশের সঙ্গে যৌথ বিবৃতিতে সৌদি আরব এই সফরকে “অবৈধ” আখ্যা দিয়ে বলেছে, এটি সোমালিয়ার ফেডারেল প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত রীতি ও জাতিসংঘ সনদের পরিপন্থি।

বিবৃতিতে সোমালিয়ার সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক আইন মেনে চলা, সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং কূটনৈতিক রীতিনীতি অনুসরণের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, ‘ইসরাইলকে অবশ্যই সোমালিয়ার সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্পূর্ণভাবে সম্মান করতে হবে, আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে তার দায়বদ্ধতা পালন করতে হবে এবং সোমালিল্যান্ডকে দেওয়া স্বীকৃতি অবিলম্বে প্রত্যাহার করতে হবে।’

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর ইসরাইল আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ডকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। সোমালিল্যান্ড ১৯৯১ সালে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘোষণা দেয়।

বর্তমানে ইসরাইলই বিশ্বের একমাত্র দেশ, যারা আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই পদক্ষেপ সোমালিয়া ও আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন দেশের কাছ থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন