শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে চায় স্বাধীন তদন্ত কমিশন

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১৪: ১৫
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১৪: ৩৭

ভারত শেখ হাসিনাকে দেশে না পাঠালে, তাদের অনুমতি পেলে ‘জাতীয় স্বাধীন তদন্ত কমিশন’ ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে।

সোমবার দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবে এক অনুষ্ঠানে এ কথা বলেছেন পিলখানা হত্যাকান্ডের তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান।

বিজ্ঞাপন

বিডিআর হত্যাযজ্ঞে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান বলেন, দেশি-বিদেশিরা মিলে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে শুধু এ কথা বললেই হবে না। ভারত জড়িত বললেই হবে না, তার স্বপক্ষে প্রমাণ হাজির করতে হবে। এ সময় ছোট-বড় সব প্রমাণ গুরুত্ব দিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত