আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে চায় স্বাধীন তদন্ত কমিশন

স্পোর্টস রিপোর্টার

শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে চায় স্বাধীন তদন্ত কমিশন

ভারত শেখ হাসিনাকে দেশে না পাঠালে, তাদের অনুমতি পেলে ‘জাতীয় স্বাধীন তদন্ত কমিশন’ ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে।

সোমবার দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবে এক অনুষ্ঠানে এ কথা বলেছেন পিলখানা হত্যাকান্ডের তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান।

বিজ্ঞাপন

বিডিআর হত্যাযজ্ঞে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান বলেন, দেশি-বিদেশিরা মিলে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে শুধু এ কথা বললেই হবে না। ভারত জড়িত বললেই হবে না, তার স্বপক্ষে প্রমাণ হাজির করতে হবে। এ সময় ছোট-বড় সব প্রমাণ গুরুত্ব দিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...