আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ

স্টাফ রিপোর্টার
জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তবে এ ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের চতুর্থ বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নতুন সিইও'র দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর।

মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বড় ভাই। গত বছরের ১২ সেপ্টেম্বর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হলে সাধারণ সম্পাদক করা হয় তাকে। ২১ অক্টোবর এ পদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলমকে দায়িত্ব দেওয়া হলে স্নিগ্ধকে সিইও করা হয়। গত জানুয়ারিতে এ ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়েন সারজিস আলম। পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠিত হলে মুখ্য সংগঠকের (উত্তরাঞ্চল) দায়িত্ব পান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন