চার বন্দরের সংকেত প্রত্যাহার

স্টাফ রিপোর্টার

রোববার দেশের তিনবিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। সন্ধ্যা পর রাজধানীতেও বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমে আসবে।
রোববার রাতে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক আমার দেশকে বলেন, লঘুচাপ আর মৌসুমি বায়ুর প্রভাবেই বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী,রোববার রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ তিন বিভাগেই ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। সন্ধ্যার পর রাজধানীতেও ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
তিনি বলেন, সোমবার থেকেই সারাদেশেই বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমে আসবে। আগামী ১০ অক্টোবর পর্যন্ত বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেও এরপর একেবারেই বৃষ্টি কমে যাবে। তবে রোববারের তুলনায় সোমবার রাজধানীতে একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কম।
এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এটি এখন ভারতের পশ্চিমবঙ্গ, ওডিশা ও বিহারের স্থল এলাকায় অবস্থান করছে। এর প্রভাবেই দেশের দুইদিন ধরে উত্তরাঞ্চলে বেশি বৃষ্টি হয়েছে।
সংস্থাটির দেওয়া তথ্য মতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ কুড়িগ্রামের রাজারহাটে ১২৩ এবং পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এসময় রাজধানীতে ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
এদিকে গত কয়েকদিনের তুলনায় সোমবার সারাদেশের আবহাওয়া অনেকটাই শুস্ক থাকতে পারে। এরইমধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

রোববার দেশের তিনবিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। সন্ধ্যা পর রাজধানীতেও বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমে আসবে।
রোববার রাতে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক আমার দেশকে বলেন, লঘুচাপ আর মৌসুমি বায়ুর প্রভাবেই বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী,রোববার রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ তিন বিভাগেই ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। সন্ধ্যার পর রাজধানীতেও ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
তিনি বলেন, সোমবার থেকেই সারাদেশেই বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমে আসবে। আগামী ১০ অক্টোবর পর্যন্ত বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেও এরপর একেবারেই বৃষ্টি কমে যাবে। তবে রোববারের তুলনায় সোমবার রাজধানীতে একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কম।
এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এটি এখন ভারতের পশ্চিমবঙ্গ, ওডিশা ও বিহারের স্থল এলাকায় অবস্থান করছে। এর প্রভাবেই দেশের দুইদিন ধরে উত্তরাঞ্চলে বেশি বৃষ্টি হয়েছে।
সংস্থাটির দেওয়া তথ্য মতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ কুড়িগ্রামের রাজারহাটে ১২৩ এবং পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এসময় রাজধানীতে ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
এদিকে গত কয়েকদিনের তুলনায় সোমবার সারাদেশের আবহাওয়া অনেকটাই শুস্ক থাকতে পারে। এরইমধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

ভারতের রাজধানী দিল্লি বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে। পিছিয়ে নেই ঢাকাও। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) ১৭০ স্কোর নিয়ে তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা। অর্থাৎ, রাজধানীর বাতাস আজও অস্বাস্থ্যকর।
৩৮ মিনিট আগে
জলবায়ু নেতিবাচক প্রভাবে বলি সবচেয়ে বেশি উপকূলীয় অঞ্চলের মানুষ। তাদের জীবন-জীবিকা, স্বাস্থ্যসহ সবকিছুতে এই অভিঘাত সরাসরি ভুক্তভোগী তারা। এমতাবস্থায় চলমান বৈশ্বিক জলবায়ু সম্মেলনে (কপ) বিশ্ব নেতাদের উপকূলীয় মানুষের টিকে থাকার লড়াইকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা।
১৭ ঘণ্টা আগে
উত্তরের বিভিন্ন জেলার গ্রামগুলোয় প্রকৃতিতে চাদর বেছানো শুরু করেছে কুয়াশা। সন্ধ্যা হতেই উত্তরা হাওয়া হিম বাতাসে জানান দিচ্ছে, শীত বেশ ঝেঁকে নামা শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শুক্রবার (১৪ নভেম্বর) তেঁতুলিয়ায় ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।
২ দিন আগে
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
২ দিন আগে