দূষিতের তালিকায় শীর্ষে দিল্লি, ঢাকা কত?

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ১০: ২৭

বায়ুদূষণের তালিকায় আজ প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ২৯৯। তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, স্কোর ১৮৪। যা ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ার-এ এসব তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে সেনেগালের ডাকার (২২৫), পাকিস্তানের লাহোর (১৮৪) ও ভিয়েতনামের হ্যানয় (১৭৬)। সূচক অনুযায়ী ভারতের দিল্লি, সেনেগালের ডাকারের বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’। অন্যদিকে সুচক অনুযায়ী পাকিস্তানের লাহোর ও ভিয়েতনামের হ্যানয়ের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত