রাজধানীতে স্বস্তির বৃষ্টিতে ভোগান্তি, ৫ দিন অব্যাহত থাকার পূর্বাভাস

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ৫৭
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ০২

ভাদ্রের শেষদিনে সকাল থেকে সারা দেশের বেশিরভাগ এলাকায় অস্থায়ীভাবে দমকা হওয়াসহ থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এ রকম বৃষ্টিপাত আগামী পাঁচ দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই ৫ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। টানা কয়েকদিনের ভ্যাপসা গরমের পর ভাদ্রের শেষদিনের বৃষ্টিতে জনমনে স্বস্তি ফিরলেও রাজধানীতে ভোগান্তি বেড়েছে।

বিজ্ঞাপন

রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা নাগাদ রাজধানীতে বৃষ্টি হয়েছে ৯ মিলিমিটার। এর আগের ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টি হয় মাত্র ১ মিলিমিটার। তবে এ সময় চট্টগ্রামে সর্বোচ্চ ১২৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

গত কয়েকদিনের তুলনায় দিনের তাপমাত্রাও অনেকটাই কমে এসেছে। আজ দুপুর ১২টায় রাজধানী তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিন সারা দেশে সর্বোচ্চ পাবনার ইশ্বরদীতে তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আমার দেশকে বলেন, আগামী তিনদিন নাগাদ সারা দেশেই বৃষ্টি থাকবে। তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এতে ঢাকা ও চট্রগাম মহানগরীতে অস্থায়ীভাবে জলাবদ্ধতারও সৃষ্টি হতে পারে। চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমি ধসের ঘটনাও ঘটতে পারে। তিনি বলেন, তিনদিন পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে তেলেঙ্গানা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এতে সারা দেশে কমবেশি বৃষ্টি হচ্ছে।

এদিকে সকাল থেকে রাজধানীসহ সারা দেশে বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। টানা গরমের মাঝে বৃষ্টিতে জনমনে স্বস্তি ফিরলেও রাজধানীর বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী ও পথচারীরা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত