আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকা কত?

স্টাফ রিপোর্টার

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকা কত?
ছবি: সংগৃহীত

বিশ্বে বায়ুদূষণের শহরগুলোর তালিকায় আজ প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি,স্কোর ২৫২। বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে চার নম্বরে, স্কোর ১৮২। যা ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত। মঙ্গলবার সকাল ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন

এছাড়া দ্বিতীয় স্থানে রয়েছে চীনের বেইজিং, স্কোর ২২৫। যা খুবই অস্বাস্থ্যকর। তালিকায় তৃতীয়, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে নেপালের কাঠমান্ডু, স্কোর ১৯০, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিংশা, স্কোর ১৮১ ও উগান্ডার কাম্পালা, স্কোর ১৮১।

সূচক অনুযায়ী ঢাকার মতো নেপালের কাঠমান্ডু, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিংশা ও উগান্ডার কাম্পালার বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন