আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দেশের ৪৯ জেলায় তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে অতিষ্ঠ মানুষ

স্টাফ রিপোর্টার

দেশের ৪৯ জেলায় তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে অতিষ্ঠ মানুষ

ঈদের দিন থেকে শুরু হওয়া তাপপ্রবাহ আজ মঙ্গলবারও অব্যাহত ছিল। আগের কয়েক দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়ে দেশের ৪৯ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যায়। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা নীলফামারীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এই তাপপ্রবাহ আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই তাপপ্রবাহ শুক্রবার থেকে ধীরে ধীরে কমে আসতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, মে মাসের শেষ সপ্তাহ থেকে ২ জুন নাগাদ দেশে প্রচুর বৃষ্টি হয়েছে। এই সময়টা ব্রেক মুনছুন (বর্ষা বিরতি) চলছে। এই তাপপ্রবাহ আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর আবার বৃষ্টিপাত শুরু হয়ে ধীরে ধীরে দেশজুড়ে ছড়িয়ে তাপমাত্রা কমে আসতে পারে।

রাজধানী ঢাকায় তুলনামূলক তাপমাত্রা কম থাকার পর ভ্যাপসা গরম অনুভূত হওয়ার বিষয়ে তিনি বলেন, এখন বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক। তাই এত গরম। এর আগে গত মাসে সাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় যে জলীয় বাষ্প এসেছিল, তা এখনো রয়ে গেছে। বিচ্ছিন্নভাবে কিছু এলাকায় বৃষ্টি হলেও গরম কমছে না। একটানা বৃষ্টি না হলে গরমের এ অবস্থা থেকে যাবে। তবে ২-৩ দিন পর বৃষ্টি হলে এই অস্বস্তি কেটে যেতে পারে।

তিনি আরো বলেন, এই সময়ে দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাস সমুদ্রের দিক থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হওয়ায় বাতাসে প্রচুর জলীয় বাষ্প রয়েছে। এ কারণেই তাপমাত্রা কম থাকার পরও বেশি গরম অনুভূত হচ্ছে।

দেশের অর্ধেকের বেশি অংশজুড়ে তাপপ্রবাহ বইছে। অন্য এলাকাতেও ভ্যাপসা গরম পড়েছে। অল্পকিছু স্থানে বৃষ্টি হলেও তাতে গরম কমছে না।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, দেশের ৪৯ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে চলছে। এর মধ্যে নীলফামারী জেলায় মাঝারি ধরনের তাপমাত্রা বয়ে যাচ্ছে। বুধবারের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে তিনি জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন