মাঘের শীতে কাবু ভূরুঙ্গামারী

উপজেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১১: ৫৭

‘মাঘের জারে বাঘ কান্ন্দে’এই কথাটি প্রবাদ বাক্য হলেও মাঘ মাস আসার সাথেই সেটি সত্য বাক্য হিসেবেই পরিণত হয়েছে। শীতে কাবু হয়ে পড়েছে ভূরুঙ্গামারীর মানুষ।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্র জানিয়েছে মঙ্গলবার সকাল ৯টায় ১১ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়ার্স তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শীতের তীব্রতাও বেড়েছে। তার সাথে বইছে উত্তরের হিমেল হাওয়া। কমছে তাপমাত্রাও।

দুদিন থেকে কুয়াশা ঘেরা থাকে সারাদিন। দেখা মিলেনি সূর্য্যের।

উপজেলার ইউনিয়নের রোস্তম আলী (৮০) লতিফ মিয়া (৭০) জানান, কি ঠান্ডা বাহে পাতলা কাপড়োত ঠান্ডায় যাবার নাগছে না। কেমন করি বাইচমো কনতো।

উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের ইউনিয়নের অটো চালক রুহুল আমিন ও শফিকুল জানান, অটো নিয়ে রাস্তায় বেড় হইছি কিন্তু যাত্রী পাচ্ছি না। অটো মালিকের প্রতিদিনের জমার টাকা রোজগার করা দায় হয়ে পড়েছে। নিজের পরিবারের জন্য খাবার কিনতেও কষ্ট হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখারুল ইসলাম বলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে দুই ধাপে ৯০০ কম্বল ও ৬ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। বরাদ্দকৃত ৬ লক্ষ টাকা দিয়ে ১ হাজার ৪০০ কম্বল ক্রয় করা হয়েছে। সেগুলো বিতরণ করা হয়েছে।

কুড়িগ্রাম কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, কুড়িগ্রামে আজকের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.০৮ ডিগ্রি সেলসিয়াস। ২৩ জানুয়ারি থেকে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা আছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত