ক্রিকেটাররা এসেছিলেন নিজেদের মতো করে। কেউ জাতীয় দলের অনুশীলন জার্সি, কেউ আবার সবশেষ শেষ হওয়া এনসিএলের নিজ দলের অনুশীলন জার্সি পরে। অনুশীলন শুরুর আগ মুহূর্তে দেখা গেল একবারে ভিন্নরূপ। ক্রিকেটাররা বুঝে নিচ্ছিলেন নিজেদের অনুশীলন জার্সি। নতুন সেই জার্সি পরে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে অনুশীলন শুরু করলেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। সবার আগে অনুশীলন শুরু দলটি অনুশীলন শুরুর দিনই ক্রিকেটারদের হাতে তুলে দিতে পেরেছে জার্সি।
শুরু থেকেই বিপিএলের সঙ্গী নানান বিতর্ক। সেসব বিতর্কের পাশাপাশি টুর্নামেন্ট শুরুর আগে দলগুলোর পেশাদারিত্বের অভাবটা স্পষ্ট বোঝা যেত। তবে এবার বিপিএল শুরুর সেই পরিচিত দৃশ্যপট থেকে বেরিয়ে আসার উদাহরণ তৈরি করেছে রাজশাহী ওয়ারিয়র্স। সবার আগে অনুশীলন শুরু করা দলটি প্রথম দিনে চেষ্টা করেছে পুরোপুরি পেশাদারিত্ব বজায় রাখার। এমনকি এবারের বিপিএলের প্রথম দল হিসেবে আজ জার্সি উন্মোচনও করবে তারা। এই জার্সি জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদিকে উৎসর্গ করছে তারা।
জার্সি উন্মোচন ও শুরুর দিনে পেশাদারিত্ব রাখা রাজশাহী ওয়ারিয়র্সের অনুশীলনে যোগ দিয়েছিল দলে থাকা সব দেশি ক্রিকেটার। পাশাপাশি কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের সবাই উপস্থিত ছিল। এবারের আসরে দলটিতে খেলবেন ছয় বিদেশি ক্রিকেটার। চার পাকিস্তানি, এক নেপালি ও এক লঙ্কান ক্রিকেটার আছে তাদের দলে। মূলত পুরো মৌসুমে খেলতে পারবেন এমন ক্রিকেটারদের দলে ভিড়িয়েছিল তারা। তবে শেষ পর্যন্ত সেই আশা পূর্ণ হচ্ছে না। শ্রীলঙ্কা-পাকিস্তান সিরিজের সূচি নির্ধারিত হওয়া অন্তত দুজন বিদেশি ক্রিকেটারকে মাঝপথে ছেড়ে দিতে হতে পারে। তবে এখনো ওই সিরিজের স্কোয়াড ঘোষণা না হওয়ায় আপাতত সে বিষয়ে চিন্তাভাবনা করছে না দলটি। এ নিয়ে দলের কোচ হান্নান সরকার বলেন, ‘এখনো কিন্তু টিম সিলেকশন হয়নি। সো তাদের আমাদের ফুল এনওসি দেওয়া হয়েছে একদম বিপিএলের ফাইনাল ডে পর্যন্ত। সেই এনওসি আমরা পেয়েছি।’
রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে এই মৌসুমে খেলবেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান, হোসেইন তালাত, মোহাম্মদ নাওয়াজ ও জাহানদাদ খান, নেপালের সন্দীপ লামিচানে এবং শ্রীলঙ্কার বিনুরা ফার্নান্দো। আসন্ন শ্রীলঙ্কা-পাকিস্তান সিরিজে নিজ নিজ দলে ডাক পেতে পারেন তিন ক্রিকেটার। তারা হলেন- সাহিবজাদা ফারহান, হোসেইন তালাত ও মোহাম্মদ নাওয়াজ। পাকিস্তান স্কোয়াডে তারা সুযোগ পেলে ছেড়ে দেওয়া হবে বলে জানান হান্নান সরকার। সেক্ষেত্রে বিকল্প চিন্তাভাবনা করা হবে বলেও ইঙ্গিত দেন তিনি। তবে এর আগে আগামীকাল ঢাকায় দলের সঙ্গে যোগ দেবেন এই ছয় বিদেশি ক্রিকেটার।
দেশি অভিজ্ঞ তরুণ ও বিদেশি অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে দল সাজানো রাজশাহী ওয়ারিয়র্সকে ভাবা হচ্ছে এবারের আসরের শিরোপাপ্রত্যাশী দল। এ নিয়ে হান্নান সরকার বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়া একদম চূড়ান্ত লক্ষ্য। কিন্তু নিশ্চিতভাবেই সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে আগানো যায় সেটা লক্ষ্য থাকবে।’ তিনি আরও যোগ করেন, ‘চ্যাম্পিয়ন হতে গেলে ভাগ্যের ব্যাপারটাও সব সময় চলে আসে। সেখানে সেই বিষয়টা সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যাবে তবে লক্ষ্য অবশ্যই চ্যাম্পিয়ন ইনশাল্লাহ।’
পূর্ণ পেশাদারিত্বে টুর্নামেন্ট শুরুর ইঙ্গিত দেওয়া রাজশাহী ওয়ারিয়র্স অবশ্য এখনো জানায়নি অধিনায়কের নাম। এ নিয়ে দলটির কোচ হান্নান সরকার জানান, টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে কার হাতে উঠতে যাচ্ছে নেতৃত্বভার। টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তই হতে পারেন দলটির অধিনায়ক। এছাড়া অভিজ্ঞ মুশফিকুর রহিম নয়, উইকেটের পেছনে তরুণ আকবর আলীর ওপর ভরসা রাখতে চায় তারা।
দারুণ পেশাদারিত্বে শুরু করা রাজশাহী ওয়ারিয়র্স বিপিএলে কত দূর পর্যন্ত যেতে পারে সেটাই এখন দেখার অপেক্ষা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

