রূপপুরের টাকায় লন্ডনে বাড়ি কিনেছেন টিউলিপ: টেলিগ্রাফ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১: ০৭
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১: ১১

ব্রিটেনের সাবেক নগর ও দুর্নীতিবিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক তার মা ও খালার যোগসাজশে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে ঘুষ গ্রহণ করে সেই অর্থ দিয়ে লন্ডনে বাড়ি কিনেছেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগ তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক, তার খালা শেখ হাসিনা, মা শেখ রেহানা ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে অভিযোগ, তারা রুশ অর্থায়নে নির্মিত একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় ৫ বিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন। সেই অর্থের একটি অংশ ৭ লাখ পাউন্ড দিয়ে টিউলিপ লন্ডনে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন বলে অভিযোগ উঠেছে।

জানুয়ারিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের নৈতিকতা বিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস তদন্ত শেষে জানান, টিউলিপ সিদ্দিক অনিচ্ছাকৃত জনসাধারণকে বিভ্রান্ত করেছেন। এরপর ব্রিটিশ মন্ত্রিসভার ট্রেজারি বেঞ্চ থেকে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। তার দায়িত্বের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই অন্তর্ভুক্ত ছিল।

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, লন্ডনে তিনি যেসব বাড়ি বা ফ্ল্যাট এবং অন্যান্য সম্পত্তি ব্যবহার করেন, সেগুলো হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট। ৭৭ বছর বয়সী হাসিনা বাংলাদেশে দীর্ঘমেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন। গত আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন এবং ভারতে পালিয়ে যান।

হাসিনার শাসনামলে বিরোধীদের ওপর হামলা, গ্রেপ্তার এবং গোপনে আটক রাখার অভিযোগ রয়েছে। এ ছাড়া তার সরকারের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগও আছে। হাসিনা ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে দেশ থেকে কোটি কোটি ডলার লুটপাটের অভিযোগ রয়েছে।

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) টিউলিপ সিদ্দিক, হাসিনা ও তাদের পরিবারের বিরুদ্ধে রুশ অর্থায়নে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৫ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ তদন্ত করছে।

দুদক জানিয়েছে, তারা জানতে পেরেছে লন্ডনে ৭ লাখ পাউন্ড মূল্যের বিলাসবহুল একটি ফ্ল্যাট টিউলিপ সিদ্দিক পেয়েছেন। দুদকের অনুমান, এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে আত্মসাৎ করা অর্থে কেনা হয়েছে।

তদন্তকারীরা দাবি করেছেন, এই অবৈধ অর্থ মালয়েশিয়ার অফশোর ব্যাংক হিসাবের মাধ্যমে স্থানান্তরিত হয়ে লন্ডনে হাসিনার ঘনিষ্ঠজনদের জন্য উচ্চমূল্যের সম্পত্তি কেনার কাজে ব্যবহৃত হয়েছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা টেলিগ্রাফকে নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘গোপন অনুসন্ধানে এসব অভিযোগ সত্য বলে নিশ্চিত হওয়ার পর আমরা প্রকাশ্য তদন্তের সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘টিউলিপ সিদ্দিক দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। আমাদের কাছে অভিযোগ এসেছে, তিনি বাংলাদেশে তার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে অর্থপাচার ও অবৈধ লেনদেনে জড়িত ছিলেন।’

দুদক জানিয়েছে, শুধু টিউলিপ সিদ্দিকই নন, তাঁর পরিবারের অন্য সদস্যরাও লন্ডনে বাড়ি বা ফ্ল্যাট পেয়েছেন, যার মধ্যে ৬ লাখ ৫০ হাজার পাউন্ড মূল্যের একটি ফ্ল্যাট এবং উত্তর লন্ডনে ১৫ লাখ ৮০ হাজার পাউন্ড মূল্যের একটি বাড়ি উল্লেখযোগ্য।

তদন্তকারীদের দাবি, এসব লেনদেন আন্তর্জাতিক মানি লন্ডারিং চক্রের মাধ্যমে পরিচালিত হয়েছে এবং কর্তৃপক্ষ এই সম্পদের প্রকৃত অর্থের উৎস তদন্ত করছে।

দুদক জানিয়েছে, রূপপুর পারমাণবিক প্রকল্পে ৫ বিলিয়ন ডলারের আর্থিক অনিয়ম পাওয়া গেছে। তদন্তকারীদের অভিযোগ, শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং টিউলিপসহ তার ঘনিষ্ঠ আত্মীয়রা সরকারি তহবিলের অপব্যবহার থেকে লাভবান হয়েছেন।

২০১৩ সালে মস্কোতে এক বৈঠকে হাসিনার সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গিয়েছিল টিউলিপকে। ওই বৈঠকেই রাশিয়া বাংলাদেশে ১২ বিলিয়ন ডলারের বেশি ব্যয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অর্থায়নের প্রতিশ্রুতি দেয়।

দুদক অভিযোগ করেছে, ‘টিউলিপ সিদ্দিক এই চুক্তি বাস্তবায়নে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন এবং তার পরিবার প্রকল্প থেকে ৩.৯ বিলিয়ন আত্মসাৎ করেছেন।’

দুদক আরও জানিয়েছে, তারা অন্যান্য বড় অবকাঠামো প্রকল্পেও দুর্নীতির তদন্ত শুরু করেছে, যেখানে হাজার হাজার কোটি টাকা বিদেশি ব্যাংক হিসাবে পাচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত